<p>ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে ২০০তম উইকেট শিকার করে তিনি ভারতের দ্রুততম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন। বলের হিসাবে এটি বিশ্বে চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসেবে যৌথভাবে দশম। তবে সবচেয়ে কম ইকোনমি রেটে (১৯.৫৬) ২০০ উইকেট শিকার করে ইতিহাসে একমাত্র বোলার হিসেবে নজির গড়েছেন বুমরাহ।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিপিএলে অনিশ্চয়তার মাঝেই এলসিটিতে নাম লিখিয়ে আলোচনায় সাকিব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735442735-8349af40878c4596ac744527110b7b54.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিপিএলে অনিশ্চয়তার মাঝেই এলসিটিতে নাম লিখিয়ে আলোচনায় সাকিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/29/1462570" target="_blank"> </a></div> </div> <p>চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন বুমরাহ। বুমরাহ ও মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে অজিরা ১৩৫ রানে ৬ উইকেট হারায়।  </p> <p>অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাস বুমরাহর দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে মাত্র ৮ রানে বিদায় নেন। এরপর সিরাজের দারুণ বোলিংয়ে উসমান খাজা (২১) ও স্টিভেন স্মিথ (১৩) আউট হলে চাপে পড়ে অজিরা। বুমরাহ ২০০তম উইকেট পূর্ণ করেন ট্রাভিস হেডকে (১) আউট করে। এরপর মিচেল মার্শ (০) ও অ্যালেক্স ক্যারিকে বিদায় করে নিজের উইকেট সংখ্যা ২০২-এ নিয়ে যান। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে চান কনস্টাসের কোচ তাহমিদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735445244-c8323a06420fef4310d9cf957f04c806.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে চান কনস্টাসের কোচ তাহমিদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/29/1462578" target="_blank"> </a></div> </div> <p><strong>ভারতের দ্রুততম ২০০ টেস্ট উইকেট শিকারি (বলে):</strong><br /> জাসপ্রিত বুমরাহ – ৮৪৮৪ বল<br /> মোহাম্মদ শামি – ৯৮৯৬ বল<br /> রবিচন্দ্রন অশ্বিন – ১০২৪৮ বল<br /> কপিল দেব – ১১০৬৬ বল<br /> রবীন্দ্র জাদেজা – ১১৯৮৯ বল</p> <p><strong>বিশ্বের দ্রুততম ২০০ উইকেট (বলে):</strong><br /> ওয়াকার ইউনিস – ৭৭২৫ বল<br /> ডেল স্টেইন – ৭৮৪৮ বল<br /> কাগিসো রাবাদা – ৮১৫৪ বল<br /> জাসপ্রিত বুমরাহ – ৮৪৮৪ বল<br /> ম্যালকম মার্শাল – ৯২৩৪ বল</p> <p><strong>সর্বনিম্ন গড়ে ২০০ উইকেট শিকার:</strong><br /> জাসপ্রিত বুমরাহ – ১৯.৫৬<br /> জোয়েল গার্নার – ২০.৩৪<br /> শন পোলক – ২০.৩৯।</p>