<p>বিপিএল শুরুর আগের দিন ঢাকা ক্যাপিটালস তাদের অধিনায়ক হিসেবে থিসারা পেরেরার নাম ঘোষণা করেছে। শ্রীলঙ্কার এই অলরাউন্ডারকে সানন্দে অধিনায়ক হিসেবে গ্রহণ করেছে দল। তাকে অধিনায়কের ক্যাপ তুলে দেন দলের প্রধান নির্বাহী আতিক ফাহাদ।</p> <p>ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে। দলে সবচেয়ে বড় তারকা লিটন হলেও থাকছেন না দলের অধিনায়কের ভূমিকায়। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশের নেতৃত্বে ছিলেনলিটন দাস। ভাবা হচ্ছিল লিটন বিপিএলেও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হচ্ছেন।</p> <p>থিসারার অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে, তিনি শ্রীলঙ্কার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এবং সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার বিপিএলেও বহুবার খেলেছেন এবং বাংলাদেশের উইকেট-পরিস্থিতি ভালভাবে চেনেন। শ্রীলঙ্কার হয়ে ২০১৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন তিনি।</p>