<p>সময়টা কঠিন যাচ্ছিল বসুন্ধরা কিংসের। সর্বশেষ তিন ম্যাচে জয়হীন বসুন্ধরা আজ হাসিমুখে মাঠ ছেড়েছে। ফেডারেশন কাপের রোমাঞ্চকর ম্যাচে পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে বসুন্ধরা।</p> <p>ঘরের মাঠ কিংস অ্যারেনায় জয়ে ফিরতে মরিয়া বসুন্ধরা শুরুতে এগিয়েও যায়। মিগেইল ফিগেইরার কর্নার থেকে ৬ মিনিটে দলকে লিড এনে দেন তপু বর্মন। তবে লিড পাওয়ার আনন্দ দ্রুতই মিইয়ে যায়। ফিরতি মিনিটেই যে পুলিশকে সমতায় ফেরান আল-আমিন। ইসা ফয়সালের ক্রস ধরে বসুন্ধরার দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বের হয়ে দারুণ গোল করেন এই ফরোয়ার্ড।</p> <p>তবে ৪ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় বসুন্ধরা। ১১ মিনিটে দলকে দ্বিতীয়বার লিড এনে দেন অধিনায়ক মিগেইল। স্বদেশি জোনাথন ফার্নান্দেসের পাস থেকে বাঁ পায়ে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২৫ মিনিটে গোলরক্ষক রাকিবুল তুষার ও সাগর মিয়া যৌথভাবে পুলিশকে গোল হজম করা থেকে রক্ষা করেন। শুরুতে ফাহিমের শট ফিস্ট করেন তুষার। পরে ফিরতি সুযোগে রাকিব শট নিলে বল জালে জড়ানোর আগে ফেরান সাগর মিয়া। ৩৪ মিনিটে রাকিবকে আরেকবার হতাশ করেন গোলরক্ষক তুষার। </p> <p>পরে ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা। মিগেইলের পাস থেকে এবার গোল করেন ফার্নান্দেস। তবে ৫৪ মিনিটে আরেক গোল শোধ করে ম্যাচ জমিয়ে দেন আল- আমিন। পরে গোল শোধ দিতে মরিয়া চেষ্টা করলেও আর পারেনি পুলিশ। এতে ৩-২ ব্যবধানে জয়ে ফিরে বসুন্ধরা।</p> <p>অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ফর্টিসের হয়ে জোড়া গোল করেন জয় কুমার। আর বাকি গোলটি মোহাম্মেদ নোভার।</p>