<p>ধারাবাহিকতা ধরে রাখতে পারল না রংপুর রাইডার্স। সর্বশেষ তিন ম্যাচেই আগে ব্যাট করা দল করেছে কমপক্ষে ১৯১ রান। সেই তালিকায় আছে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে জয় দিয়ে বিপিএল শুরু করা রংপুরও।</p> <p>তবে আজ মিরপুরে সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারেনি রংপুর। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে করতে পেরেছে ১৫৫ রান। এই রানও করতে পারত না যদি ইফতিখার আহমেদ ৪৭ রানের ইনিংস না খেলতেন। অবশ্য ৪১ রান করা নুরুল হাসান সোহানেরও অবদান কম নয়।</p> <p>টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ২৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। সেখান থেকে গত ম্যাচের ম্যাচসেরা খুশদিল শাহকে নিয়ে ধাক্কা সামলান ইফতিখার। চতুর্থ উইকেটে ৪১ রান যোগ করেন দুই পাকিস্তানি ব্যাটার। ২১ রানে খুশদিল আউট হওয়ার পর ইফতিখার-সোহানের দুর্দান্ত জুটি।</p> <p>একটা সময় দেড় শ রান হবে কিনা যে শঙ্কা উঁকি দিয়েছিল তা ইফতিখার-সোহানের ৬৫ রানের জুটিতে দূর হয়। শেষ দিকে রংপুরের অধিনায়ক ঝোড়ো ব্যাটিংয়ে ৪১ রানের ইনিংসটি সাজান ১৭০.৮৩ স্ট্রাইকরেটে। ২৪ বলের ইনিংসটিতে হাঁকান ২ ছক্কা ও ৪ চার। অন্যদিকে ম্যাচের হাল ধরা পাকিস্তানি ব্যাটার ৪ চার ও ১ ছক্কায় ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। শেষ দিকে অবশ্য ৮ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলে দলের সংগ্রহে অবদান রেখেছেন শেখ মেহেদী হাসানও।</p>