<p>স্বপ্নের মতোই এক বছর পার করেছেন জাসপ্রিত বুমরাহ। ২০২৪ সালের অবিশ্বাস্য পারফরম্যান্সের ফলই পেলেন নতুন বছরের প্রথম দিনে। রেকর্ড দিয়ে নতুন বছর শুরু করেছেন ভারতীয় পেসার।</p> <p>আইসিসির টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে রেকর্ড গড়েছেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯০৭ অর্জন করেছেন তিনি। তার আগে রেকর্ডটা ছিল সদ্য টেস্টকে বিদায় জানানো রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফস্পিন কিংবদন্তির রেটিং পয়েন্ট ছিল ৯০৪।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তের পক্ষে মাইকেল ভনও" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/01/1735722741-57587e453c841e29dba21840e01eb876.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তের পক্ষে মাইকেল ভনও</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/01/1463743" target="_blank"> </a></div> </div> <p>অশ্বিনের রেটিং পয়েন্ট গত সপ্তাহে স্পর্শ করেছিলেন বুমরাহ। সর্বশেষ মেলবোর্ন টেস্টের পারফরম্যান্স দিয়ে সতীর্থকে ছাড়িয়ে যান তিনি। ৯ উইকেট নিয়ে ৩ পয়েন্ট বাড়িয়ে টেস্ট বোলারদের শীর্ষস্থানটাও আরো দৃঢ় করেছেন ৩১ বছর বয়সী পেসার। ৯০৭ পয়েন্ট নিয়ে এখন সর্বকালের সেরা বোলারদের তালিকায় ইংল্যান্ডের প্রয়াত বাঁহাতি পেসার ডেরেক আন্ডারউডের সঙ্গে যৌথভাবে ১৭তম স্থানে আছেন তিনি।</p> <p>শুধু পারফরম্যান্স দিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে জায়গা করে নেননি বুমরাহ, বর্ষসেরা ক্রিকেটার ও টেস্টে খেলোয়াড়দের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। সবমিলিয়ে গত হওয়া বছরের ১৪.৯২ গড়ে ৭১ উইকেট নেন তিনি। বুমরাহর রেকর্ডের দিনে এক ধাপ করে উন্নতি হয়েছে দুই অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড (২) ও প্যাট কামিন্স (৩)। তাদের জায়গা দিতে ২ ধাপ অবনতি হয়েছে আগের সপ্তাহে ২ নম্বরে ওঠা দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার। অন্যদিকে তারই সতীর্থ মার্কো ইয়ানসেন প্রথমবার শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন। সেঞ্চুরিয়ন টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে ৫ নম্বরে জায়গা পেয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন শহীদ আফ্রিদি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735641581-4452d7018f272e622e9553c622b6f9c7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন শহীদ আফ্রিদি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/31/1463388" target="_blank"> </a></div> </div> <p>টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দুইয়ে জায়গা ধরে রেখেছেন দুই ইংল্যান্ড ব্যাটার জো রুট (১) ও হ্যারি ব্রুক (২)। তাদের পরেই যথারীতি তিনেই আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। মেলবোর্ন টেস্টের পারফরম্যান্সে ট্রাভিস হেডকে পাঁচে ঠেলে দিয়ে চারে উঠেছেন যশস্বী জয়সোয়াল। তিন ধাপ উন্নতি হওয়ায় ছয় ও সাতে জায়গা করে নিয়েছেন সৌদ শাকিল ও স্টিভেন স্মিথ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘বাংলাদেশের গ্রুপে পড়ায় অস্ট্রেলিয়াই ভয়ে থাকবে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/01/1735726392-2006ca2ec68ca5515a5222deb44e7e58.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘বাংলাদেশের গ্রুপে পড়ায় অস্ট্রেলিয়াই ভয়ে থাকবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/01/1463763" target="_blank"> </a></div> </div> <p><span style="font-size:1.25rem">টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি করে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স। তার ওপরে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২) ও ভারতের রবীন্দ্র জাদেজা।</span></p>