<p>সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে রোহিত শর্মা থাকছেন না, ভারতের সংবাদমাধ্যম এমন খবর দিয়েছিল গতকাল। ভারতের ড্রেসিংরুমে কোচ গম্ভীর নাকি রোহিতকে উদ্দেশ্য করে নাকি বলেছেন,‘অনেক হয়েছে...।’  আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে খোলামেলা কথা বলেন ভারতের প্রধান কোচ গম্ভীর। </p> <p>সিডনি টেস্টের আগে সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে এসেছিলেন গম্ভীর। ড্রেসিংরুমে বিরোধের গুঞ্জন নিয়ে তিনি একবার বলেছেন, ‘এগুলো স্রেফ গুঞ্জন, সত্য না।’ এই কথার আগেই অবশ্য গম্ভীর বলেছেন, ‘খেলোয়াড়দের এবং কোচদের মধ্যে বিতর্ক ড্রেসিংরুমেই থাকা উচিত। কড়া কথাবার্তা হয়েছে।’ </p> <p>কোচের আগের কথায় মনে হতেই পারে, ড্রেসিংরুমের পরিস্থিতি আসলেই একটু উত্তপ্ত হয়েছিল। গতকাল ইন্ডিয়ান এক্সপ্রেসও জানিয়েছিল, ম্যাচের পরিস্থিতি ভুলে গিয়ে ‘ন্যাচারাল গেমের’ নামে খেলে আউট হওয়া ব্যাটসম্যানদের ওপর ক্ষোভ ঝাড়েন গম্ভীর। এখন থেকে দলের প্রয়োজন অনুযায়ী না খেললে তাকে বিদায়ের হুমকিও দিয়েছেন। যদিও এ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে গুঞ্জন বলেও দাবি করেছেন গম্ভীর।</p> <p>সংবাদ সম্মেলনে রোহিত সিডনি টেস্টে খেলছেন কিনা সেই প্রশ্নের জবাবে গম্ভীর বলেন,‘রোহিতের কোনো সমস্যা নেই। প্রধান কোচ আছে, এতে সব ঠিক থাকার কথা। আমরা উইকেট দেখে (একাদশ) ঠিক করব আগামীকাল।’</p> <p>গম্ভীর জানিয়েছেন, বিরাট কোহলি ও রোহিতের সঙ্গে সিডনি টেস্ট কীভাবে জেতা যায়, এই বিষয় ছাড়া আর কোনো বিষয়ে কথা হয়নি।</p> <p>চলতি সিরিজে ৩ টেস্টে ৫ ইনিংস ব্যাট করে ৬.২০ গড়ে ৩১ রান করেছেন রোহিত। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী দলের অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন ব্যাটিং গড় এখন তার।  </p> <p>বোর্ডার-গাভাস্কার সিরিজে আগামীকাল সিডনিতে বাংলাদেশ সময় ভোরে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট। মেলবোর্নে ১৮৪ রানের জয়ে টেস্ট সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। </p>