<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনলাইন টিকিট কেনার পরও মাঠে প্রবেশ করতে পারছেন না কিছু দর্শক। এক সমর্থক ৩টি অনলাইন টিকিটের প্রিন্ট কপি নিয়ে মাঠে গিয়েছিলেন, কিন্তু কিউআর কোড স্ক্যান করার পর দেখা যায়, ‘এই টিকিট আগে ব্যবহার হয়েছে’- এমন বার্তা এসেছে। এতে বিপাকে পড়েন তিনি।</p> <p>জানা গেছে, অনেক দর্শকই এই ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন, যা তাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। অনলাইন টিকিটের মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশের প্রক্রিয়া খুবই সহজ হলেও, এই ধরনের ত্রুটি দেখা দেয়ায় সমর্থকদের মধ্যে বিভ্রান্তি এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। </p> <p>আজ আবার মিরপুর সুইমিং কমপ্লেক্সে কাউন্টারে বিপিএলের টিকিট না পেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে টিকিট প্রত্যাশীরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে আগুন দেয় বিক্ষুব্ধ সমর্থকরা।</p>