<p>উইকেট নেওয়ার আনন্দে আগেও ভেসেছেন তাসকিন আহমেদ। তবে আজকের আনন্দ সব কিছুকে ছাড়িয়ে গেছে। ক্যারিয়ারের বিশেষ দিন বলে কথা! নিজের ক্যারিয়ার সেরা তো অবশ্যই দেশের হয়ে রেকর্ড গড়েছেন বাংলাদেশি পেসার।</p> <p>ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বাংলাদেশ ও বিপিএলের সেরা বোলিং রেকর্ড গড়েছেন তাসকিন। দেশের গণ্ডি পেরিয়ে হয়েছেন বিশ্বের তৃতীয় সেরা বোলিং করা বোলার। এমন কীর্তি গড়ে যার পরনাই খুশি তাসকিন। নিজের বড় ছেলে তাশফিনকে রেকর্ড উৎসর্গ করে এই আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এমন কুর্নিশই প্রাপ্য তাসকিনের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735820056-eebc09c5b434ed0f601403f6dd9dfefb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এমন কুর্নিশই প্রাপ্য তাসকিনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/02/1464149" target="_blank"> </a></div> </div> <p>ঢাকার বিপক্ষে ৭ উইকেটের জয় শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘যদি ভালো করি বা উইকেট পাই আমার ছেলে এবং বাবা খুশি হয়। ওদের সমর্থন আমার বড় অনুপ্রেরণা। যেদিন আমি ভালো বোলিং করতে পারি না, সেদিন তাশফিন মন খারাপ করে। আজ নিশ্চিত, সে অনেক খুশি। এটা তাশফিনের জন্যই।’</p> <p>ছেলেকে রেকর্ড উৎসর্গ করা তাসকিন বাবাকেও খুশি করেছেন। গোঁফ রেখে বাবাকে শৈশবের স্মৃতিতে ডুবিয়েছেন তিনি। নিজের গোঁফ রাখার বিষয়ে বাংলাদেশি পেসার বলেছেন, ‘বাবার ছোটবেলার একটা ছবি দেখলাম মোচ-টোচ রাখা, ভাবলাম আমিও রেখে দেখি কিছুদিন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুরের তিনে তিন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735832697-a85ac293121a73df2347b3940a9ef262.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুরের তিনে তিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/02/1464198" target="_blank"> </a></div> </div> <p>এর বাইরে মজার এক গল্পও শুনিয়েছেন তাসকিন। আজকের পারফরম্যান্সের পেছনে বলা যায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাসকিন বলেছেন, ‘আজ মজার একটা ব্যাপার ঘটেছে। আমাদের দলের ম্যাসিওর আনোয়ার বলছিল, ভাইয়া তুমি আজ চার উইকেট পাবা। তখন তাকে বলেছি, চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা, ৮ উইকেটও তো হইতে পারে। দেখেন, ৭ উইকেট পেয়ে গেছি আজকেই!’</p>