<p>বিপিএলে ১১তম আসরে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি এসছেন চিটাগাং কিংসের মেন্টর হয়ে। নিয়মিত দলটির ডাগআউটে দেখাও যাচ্ছে তাকে। এবার ফরচুন বরিশোলের অধিনায়ক তামিম ইকবালের নিমন্ত্রণে দলটির হোটেলে গিয়েছিলেন আফ্রিদি। </p> <p>ফরচুন বরিশালের হোটেলে গিয়ে তামিম ইকবাল, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ ও তার জামাতা শাহীন আফ্রিদির সঙ্গে দেখা করেন শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে আড্ডা দেওয়ার পাশাপাশি সবাইকে একসঙ্গে খাওয়া-দাওয়া করতেও দেখা যায় তাদের।  </p> <p>আড্ডার এক ফাঁকে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? শেষ?’ পাশে একটি চেয়ারে বসে থাকা তামিম জবাবে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলছি না।’ এতটুকু <a href="http://<iframe width="1518" height="853" src="https://www.youtube.com/embed/I_rxbXtx-ig" title="Cricket Giants Sit Down for Dinner | Muhammad Nabbi & Tamim iqbal Invite Shahid Afridi" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>">ভিডিওতে</a> এসছে। </p> <p>‘আমি চ্যাম্পিয়নস ট্রফিতে যাব। খেলতেও পারি আবার ধারাভাষ্যও দিতে পারি’-যদিও এই অংশটি ভিডিওতে আসেনি। এডিটে বাদ দেওয়া হয়েছে।  </p> <p>ভিডিওতে মোহাম্মদ নবীও তার অবসর পরিকল্পনা জানান। তিনি বলেন, চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেবেন, এরপর শুধু টি-টোয়েন্টিই খেলবেন। এ সময় মজার ছলে আফ্রিদি বলেন, এখনও তো তরুণ তুমি, খেলতে থাকো, অবসর নেওয়ার কী প্রয়োজন।</p>