<p>বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের হাতছাড়া হয়েছে ১০ বছর পর। ৩-১ ব্যবধানে সিরিজ হারলেও বল হাতে দারুন করেছেন দুই টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া যশপ্রীত বুমরাহ। ৯ ইনিংসে বোলিং করে নিয়েছেন ৩২টি উইকেট। স্বীকৃতিস্বরুপ হয়েছেন সিরিজসেরা। </p> <p>মূলত ভারত যে প্রতিদ্বন্ধিতা করেছেন সেটা বুমরাহর বোলিংয়েই। ৩১ বছর বয়সী বুমরাহ সিরিজের পাঁচ টেস্টে ১৩.০৬ গড়ে ৩২ উইকেট শিকার করেছেন। ভেঙেছেন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে ভারতীয় বোলারদের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।</p> <p>অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৫ উইকেট শিকার করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। মাত্র তিন টেস্টেই ২১ উইকেট শিকার করেছেন স্কট বোল্যান্ড। ভালো করেছেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণরাও। শুধু সফরকারী বোলারদের নয়, সব মিলিয়েই সিরিজে ফাস্ট বোলারদের দাপটে মুগ্ধ সাবেক অজি তারকা রিকি পন্টিং।</p> <p><img alt="1" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/06/my1198/ািুপিচক.jpg" width="1000" /></p> <p>বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বুমরাহর বোলিংকে সব সময়ের সেরা ফাস্ট বোলিং প্রদর্শন বলেছেন পন্টিং। <br />  <br /> ‘কোন সন্দেহ নেই, সম্ভবত এটা আমার দেখা সবচেয়ে ভালো ফাস্ট বোলিং সিরিজ। হ্যাঁ, এটা ফাস্ট বোলারদের জন্য ভালো কন্ডিশন ছিল। কিন্তু যখন আপনি বুমরাহকে অন্যদের সঙ্গে তুলনা দেখবেন, অন্যদের সঙ্গে তুলনা করলে, সে ব্যাটিংকে অনেক কঠিন করে তুলেছিল।’</p> <p>‘অস্ট্রেলিয়ার টপ-অর্ডারে অনেক ভালো ব্যাটসম্যানও আছেন, কিন্তু সে প্রতিবারই তাদের সবাইকেই বোকা বানিয়েছে।’— তিনি যোগ করেন।</p> <p>বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে যে ভারত জিতেছে, সেই ম্যাচের নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। সিডনিতে সিরিজের শেষ টেস্টের চতুর্থ ইনিংসে পিঠে টান লাগার কারণে বোলিং করেননি এই পেসার।</p>