<p>বোর্ডার-গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্ট শুরুর প্রথম ঘণ্টাতেই তৈরি হয়েছিল উত্তেজনা। বিরাট কোহলির বিরুদ্ধে স্যাম কনস্টাসকে ‘ইচ্ছাকৃতভাবে’ ধাক্কা মারার অভিযোগ উঠেছিল। সেদিনই ম্যাচশেষে কথা বলে অবশ্য সেটা ভালোভাবে মিটিয়ে নিয়েছিলেন দুজন। তবে এবার সে ঘটনা নিয়ে মুখ খুললেন কনস্টাস। </p> <p>ঘটনাটি ঘটে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসের দশম ওভারে। সেই সময় খেলোয়াড়রা পিচ ক্রস করছিলেন। মোহাম্মদ সিরাজের শেষ বলে সিঙ্গেল নেওয়ার পর গ্লাভস খুলে অন্য প্রান্তে থাকা ব্যাটিং পার্টনার উসমান খাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলেন কনস্টাস। কোহলি বল সংগ্রহ করে কনস্টাসের দিকে এগিয়ে যান। এরপর দুই জনের ধাক্কা লাগে। কোহলি তখন ঘুরে দাঁড়িয়ে কনস্টাসের উদ্দেশ্য কিছু বলেন। এরপর উসমান খাজা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সে সময় অন ফিল্ড আম্পায়াররাও কথা বলেন কোহলি এবং কনস্টাসের সঙ্গে।</p> <p>এবার সেই ঘটনা নিয়ে কথা বলেন কনস্টাস। তিনি বলেন, ‘এই ধরনের দ্বৈরথের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি এবং অনেক কিছু শিখেছি। আশা করি পরবর্তী সফরে এসব শিক্ষা কাজে লাগাতে পারব।’ </p> <p>তিনি আরো বলেন, ‘কোহলির বিপক্ষে খেলা বিরাট সম্মানের ব্যাপার। কোহলির সঙ্গে কথা বলার সময় এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার উপস্থিতি একদম আলাদা। ভারতের সমর্থকেরা এটা ভালভাবে বুঝতে পারবে, কারণ আমি পুরো সময় ধরে তাদের চিৎকার শুনতে পাচ্ছিলাম, যেখানে কোহলির নাম উচ্চারিত হচ্ছিল।’</p> <p>কনস্টাস কোহলির সম্পর্কে বলেন, ‘কোহলি সবসময় মাটিতে পা রেখে চলেন। তিনি একজন দারুণ মানুষ। শ্রীলঙ্কা সফরের জন্য আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং আমার পরিবার কোহলিকে খুব ভালবাসে। আমি ছোটবেলা থেকে কোহলিকে আমার আদর্শ হিসেবে মেনে বড় হয়েছি। কোহলি ক্রিকেটের কিংবদন্তি।’</p> <p><img alt="1" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/08/my1198/QSDRF.jpg" width="1000" /></p> <p>শেষ টেস্টে প্রথম দিনেও বুমরাহর সঙ্গেও উত্তেজনা হয়েছিল কনস্টাসের। সেই ঘটনাকেও নিজের জন্য শিক্ষা বলেছেন কনস্টাস, ‘আমার মনে হয়েছে আমি লড়াইটা উপভোগ করছিলাম। নিজের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছিলাম। এটা আমার জন্য ভালো শিক্ষা। আমি আসলে সময় নষ্ট করার চেষ্টা করেছি, যাতে তারা আরও এক ওভার না করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত জয়টা বুমরারই। অবশ্যই বুমরা বিশ্বমানের, সম্ভবত সিরিজে ৩২ উইকেট নিয়েছে। এমন ঘটনা যদি আবার ঘটে, সম্ভবত আমি আর কিছু বলব না।’</p>