<p>ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন মহীশ থিকসানা। তবে জয় দিয়ে রাঙাতে পারলেন না শ্রীলঙ্কান অফ স্পিনার। হ্যামিল্টনের সেলডন পার্কে যে তার দল বৃষ্টি আইনে হেরেছে ১১৩ রানের বিশাল ব্যবধানে।</p> <p>বড় জয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে কিউইরা। লঙ্কানদের ধবলধোলাই করতে আগামী ১১ জানুয়ারি তৃতীয় ওয়ানডেতে খেলতে নামবে স্বাগতিকরা। ম্যাচটি হবে অকল্যান্ডে।</p> <p>দুই দল হ্যামিল্টন পার্কে নামার আগে শুরুর সময়টা খেলেছে বৃষ্টি। বেরসিক বৃষ্টি নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা নিজের উদরপূর্তি করেছে। তাই ওভার কমাতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। ৩৭তম ওভারে ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫৫ রান নিজেদের স্কোরকার্ডে তোলে নিউজিল্যান্ড। </p> <p>সিরিজ বাঁচাতে ২৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ২২ রানে ৪ উইকেট হারায় তারা। এক প্রান্ত আগলে রেখে সতীর্থদের আসা-যাওয়া দেখতে থাকেন কামিন্দু মেন্ডিস। শেষ দিকে জনিত লিয়ানাগে (২২) ও চামিন্দু বিক্রমাসিংহে (১৭) কিছুক্ষণ সঙ্গ দিলে দলের হারের ব্যবধান কমান বাঁহাতি ব্যাটার। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫ চার ও ৩ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন কামিন্দু। পরে ১৪২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।</p> <p>লঙ্কান ব্যাটারদের এমন ব্যাটিং ব্যর্থতায় ভেস্তে গেছে থিকসানার হ্যাটট্রিক। দুই ওভার মিলিয়ে ওয়ানডের ৫০তম হ্যাটট্রিক করেছেন তিনি। ৩৫তম ওভারের শেষ দু্ই বলে ফেরান প্রতিপক্ষের অধিনায়ক মিচেল স্যান্টনার ও নাথান স্মিথকে। আর ৩৭তম ওভারের প্রথম বলে বদলি ফিল্ডার সতীর্থ নুয়ানিন্দু ফার্নান্দোর হাতে ম্যাট হেনরিকে ক্যাচ দিতে বাধ্য করে উল্লাসে মেতে ওঠেন ২৪ বছর বয়সী স্পিনার। আগের দুই শিকারও ক্যাচ হয়েছেন। সব মিলিয়ে ওয়ানডের ইতিহাসে পঞ্চম হ্যাটট্রিক, যার সব ব্যাটারই ক্যাচ হয়েছেন।</p> <p>ওয়ানডের ৫০তম হ্যাটট্রিক হলেও শ্রীলঙ্কার ১০ম। আর খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কার সপ্তম বোলার থিকসানা। তার আগে একটি করে হ্যাটট্রিক করেছেন শেহান মাদুশঙ্ক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, থিসারা পেরেরা ও পারভেজ মাহরুফ। বাকি দুজন হচ্ছে- লাসিথ মালিঙ্গা ও চামিন্দা ভাস, যারা একের অধিক হ্যাটট্রিক করেছেন। মালিঙ্গার সর্বোচ্চ ৩ হ্যাটট্রিকের বিপরীতে ভাসের ২টি।</p> <p>থিকসানার হ্যাটট্রিকের আগেই স্কোরকার্ডে বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। দলীয় ৩১ রানে উইল ইয়াং (১৬) আউট হলেও বড় রানের ভিত গড়ে দেন রাচিন রবীন্দ্র ও মার্ক চাপম্যান। দুজনে দ্বিতীয় উইকেটে ১১২ রান যোগ করেন। সেঞ্চুরি জুটি গড়ার পর দুজনে ফিফটিও করেছেন। ৯ চার ও ১ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রাচিন। আর ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করেন চাপম্যান। তাদের বাইরে বড় সংগ্রহে অবদান রেখেছেন ড্যারিল মিচেল (৩৮), গ্লেন ফিলিপস (২২) ও অধিনায়ক স্যান্টনার (২০)। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার হ্যাটট্রিককারী থিকসানা।</p>