<p>ইন্দোনেশিয়া জাতীয় দলের কোচ হয়েছেন প্যাট্রিক ক্লাইভার্ট। নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকারকে নিয়োগ দেওয়ার বিষয়টি আজ এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)।</p> <p>ক্লাইভার্টের সঙ্গে ২ বছরের চুক্তি করেছে ইন্দোনেশিয়া। সাবেক বার্সেলোনার স্ট্রাইকারকে নিয়োগের বিষয়ে বিবৃতিতে লিখেছে, ‘দুই বছরের জন্য ডাচ ফুটবল কিংবদন্তির সঙ্গে চুক্তি হয়েছে। মেয়াদ বাড়ানোর এক অপশনও আছে।’</p> <p>দুই দিন আগে সাবেক কোচ শিন তাই-অংকে বরখাস্ত করেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ কোরিয়ার কোচেরই স্থলাভিষিক্ত হচ্ছেন ক্লাইভার্ট। শিনকে বরখাস্ত করার বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে ভাষাগত সমস্যা বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। আর ৪৮ বছর বয়সী সাবেক আয়াক্স কিংবদন্তির নিয়োগ পাওয়ার বিষয়টা দলের অধিকাংশ খেলোয়াড় ডাচ হওয়ায় গুরুত্ব পেয়েছে।</p> <p>ডাচ উপনিবেশ থাকা অবস্থায় ১৯৩৮ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল ইন্দোনেশিয়া। ১৯৪৫ সালে স্বাধীনতা পাওয়ার পর আর কখনোই বিশ্বমঞ্চে খেলার সুযোগ পায়নি তারা। আগামী ২০২৬ বিশ্বকাপে তারা খেলার স্বপ্ন দেখছে টুর্নামেন্টে দল ৩২ থেকে ৪৮ হওয়ায়। সেই লক্ষ্য ক্লাইভার্ট পূরণ করতে পারবেন কি না, তা সময়েই বলে দেবে।</p> <p>এশিয়া থেকে ২০২৬ বিশ্বকাপে ৬ দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ফিফা র‌্যাংকিংয়ের ১২৭ নম্বরে থাকা দলটি ইতিমধ্যে বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠেছে। বর্তমানে নিজেদের গ্রুপে ৬ ম্যাচ শেষে ৩ নম্বরে আছে। মোট ম্যাচ হবে ১০টি। আগামী মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই ক্লাইভার্টের যুগ শুরু হবে ইন্দোনেশিয়ার ফুটবলে।  </p> <p>১৯৯৪ থেকে ২০০৪ পর্যন্ত নেদারল্যান্ডসের হয়ে ৭৯ ম্যাচ খেলে ৪০ গোল করেছেন ক্লাইভার্ট। দলটির ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। অন্যদিকে ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে দুটি লা লিগা এবং আয়াক্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। বার্সার হয়ে ছয় মৌসুমে ১২৩ গোল করেছে তার সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার। </p> <p>২০০৮ সালে খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিং ক্যারিয়ার শুরু করেন ক্লাইভার্ট। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের তখনকার কোচ লুই ফন গালের সহকারী হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তুরস্কের ক্লাব আদানা দেমিরস্পোরের হয়ে ৫ মাস ডাগআউট সামলিয়েছেন ডাচ কিংবদন্তি।</p>