<p>দল ঘোষণা করতে সাধারণত কোচ কিংবা প্রধান নির্বাচকদের দেখা যায়। সংবাদ সম্মেলন করে স্কোয়াডের নামগুলো জানিয়ে দেন তারা। তবে দল ঘোষণায় এই পথে হাঁটেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।</p> <p>অভিনবত্বে রেখে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চমক দিয়ে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দলও ঘোষণা করেছিল তারা। স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পরিবারের সদস্যদের দিয়ে নাম ষোষণা করেছিল কিউইরা। এবার অবশ্য পরিবারের কোনো সদস্য নন, আইসিসির টুর্নামেন্টটিতে যিনি নেতৃত্ব দেবেন সেই মিচেল স্যান্টনার সতীর্থদের নাম ঘোষণা করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লিটন-সাকিবকে বাদ দেওয়ার ব্যাখ্যায় যা বললেন প্রধান নির্বাচক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736671652-84c49b42989effe2c4943a1edec64f3c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লিটন-সাকিবকে বাদ দেওয়ার ব্যাখ্যায় যা বললেন প্রধান নির্বাচক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/12/1467797" target="_blank"> </a></div> </div> <p>সেটিও কোনো কক্ষে সংবাদ সম্মেলন ডেকে নয়, স্টেডিয়ামের ফাঁকা গ্যালারিতে বসে দল ঘোষণা করেছেন স্যান্টনার। সতীর্থদের নাম বলার সময় বিশেষণও জুড়ে দিয়েছেন তিনি। যেমন মাইকেল ব্রেসওয়েলকে ‘বিস্ট’ আর লকি ফার্গুসনকে ‘থান্ডারবোল্ট’ বলে সম্বোধন করেছেন। এভাবে অন্যদের নামের পাশেও বিশেষণ যুক্ত করেছেন তিনি।</p> <p><iframe frameborder="0" height="392" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fblackcapsfan%2Fvideos%2F1319912489005932%2F&width=500&show_text=true&height=392&appId" style="border:none;overflow:hidden" width="500"></iframe></p> <p>হাইব্রিড মডেলে পাকিস্তা-সংযুক্ত আরব আমিরাতে আগামী ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ১৫ সদস্যের স্কোয়াড অভিজ্ঞ ও তরুণদের নিয়েই সাজিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন-টম ল্যাথামদের সঙ্গে যেমন আছেন উইলিয়াম ও’রুর্ক ও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার বেন সিয়ার্স।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাকির-রনির ফিফটিতে সিলেটের সংগ্রহ ১৮২" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736673323-e0da419712736c80dd38024d8dfeca6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাকির-রনির ফিফটিতে সিলেটের সংগ্রহ ১৮২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/12/1467802" target="_blank"> </a></div> </div> <p>যে দল নিয়ে স্যান্টনার প্রথমবারের মতো বৈশ্বিক কোনো টুর্নামেন্টে কিউইদের হয়ে নেতৃত্ব দেবেন সেই দলটি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে। ত্রিদেশীয় সিরিজের বাকি দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আগামী ৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।</p> <p>চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের দল-</p> <p>মিচেল স্যান্টনার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচীন রবীন্দ্র, উইল ইয়ং, টম লাথাম, উইলিয়াম ও’রুর্ক, বেন সিয়ার্স, লকি ফার্গুসন।</p>