<p>সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকেই ফ্র্যাঞ্চাইজি লিগে চাহিদা বেড়েছে রিশাদ হোসেনের। তার প্রমাণ তিন তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ডাক পাওয়া। সর্বশেষ গতকাল পিএসএলে দল পেয়েছেন রিশাদ।</p> <p>পিএসএলের ড্রাফট থেকে গতকাল রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ‘সিলভার’ ক্যাটাগরিতে থাকা ২২ বছর বয়সী অলরাউন্ডার টুর্নামেন্টে দল পাবেন বলে আগেই নাকি জানতেন। দল পাওয়ার পর নিজের অনুভূতি জানানোর সময় এমনটিই জানিয়েছেন।</p> <p>চট্টগ্রামে ফরচুন বরিশালের অনুশীলনের মাঝে সংবাদমাধ্যমকে রিশাদ বলেছেন, ‘পিএসএলের খবর পাওয়ার পর আমার এজেন্ট আমাকে বলছিল তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছ। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেয়ার সুযোগ আছে। এদিক  থেকে তাই স্বাভাবিক ছিলাম।’</p> <p>লাহোরে সুযোগ পেয়ে খুশি রিশাদ বলেছেন, ‘যেকোন জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভালো ব্যাপার। প্রথমত আলহামদুলিল্লাহ ভালো বলতেছি। আমি বলছিলাম ভাইয়া কোন কিছু আশা করি না আমি আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল ... আমি এখন বিপিএলে আছি বিপিএল নিয়েই ফোকাস করছি। যখন ওটা আসবে আমি দেখব চেষ্টা করে।’</p> <p>পিএসএলে সুযোগ পাওয়ায় রিশাদকে অভিনন্দন জানিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ২০২০ পিএসএলে লাহোরে হয়ে খেলা বাংলাদেশের সাবেক অধিনায়ক কি জানিয়েছেন তা নিয়ে রিশাদ বলেছেন, ‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন যে, ‘পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে।’ এটাই বলেছেন তামিম ভাই।’</p> <p>এর আগে বিগ ব্যাশ ও জিম আফ্রো টি-১০ লিগে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ উইকেট নেওয়ার স্বীকৃতিই পেয়েছিলেন তিনি। তবে কোনো টুর্নামেন্টেই খেলতে যাওয়ার সুযোগ পাননি। হোবার্ট হারিকেনের হয়ে বিগ ব্যাশে খেলতে না পারার বিষয়ে বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘যেহেতু যেতে পারিনি তাই বুঝতেছি না কোনটা আমার জন্য ভালো হতো বা আল্লাহ এটা লিখে রেখেছে যে যাইনি ভালো কিছু হবে সামনে আশা করি। এজন্য কোন কিছু নিয়ে চিন্তা করছি না।’</p>