<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে অংশ নিতে ঘরের মাঠে পা রেখেছে চিটাগাং কিংস। আজ বিকেল ৩টায় চিটাগাং কিংস শাহ আমানত বিমান বন্দরে পৌঁছালে খেলোয়াড়দের রাজকীয় বরণ করে নেয় চট্টগ্রামবাসী। খেলেয়োড়দের ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সমর্থকরা। পরে মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রায় হোটেল রেডিসনে নিয়ে আসে হয়।</p> <p>এবারের বিপিএল চিটাগাংয়ের হয়ে মাঠ মাতানোর কথা ছিল সাকিব আল হাসানের। তবে নানা কারণে বাংলাদেশি অলরাউন্ডারের এবারের টুর্নামেন্টে খেলার সুযোগ হয়নি। চট্টগ্রাম পর্ব শুরুর আগে তাই সাকিবসহ অন্য আরো দুই অলরাউন্ডারকে না পাওয়াটা দুর্ভাগ্যের বলে জানিয়েছেন সামির কাদের চৌধুরী। ফ্র্যাঞ্চাইজির মালিক বলেছেন, ‘সাকিবসহ তিনটা বড় অলরাউন্ডার না আসা কিংসের জন্য দুর্ভাগ্য। তার পরও আল্লাহর রহমতে আমরা ভালো পারফরম্যান্স করছি। তিনজনের অভাবটা তো থাকবেই, তার পরও আমাদের এগিয়ে যেতে হবে।’</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="33" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/চিগা.jpg" width="1000" /> <figcaption>চিটাগাং কিংসের খেলোয়াড়দের চট্টগ্রামে বরণ করে নেওয়ার সময়। ছবি : কালের কণ্ঠ</figcaption> </figure> </div> <p>কিংসের মালিক সামির বলেছেন, ‘সিলেটে আমরা ভালো খেলেছি। আশা করছি চট্টগ্রামেও জয়ের ধারাবাহিতা অব্যাহত থাকবে। চট্টগ্রামেও ইনশাআল্লাহ ভালো একটি ফল চট্টগ্রামবাসীকে দেবে। জানি চট্টগ্রামের মানুষ চিটাগাং কিংসের সঙ্গে থাকবে।’</p> <p>সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৬ জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। প্রথম দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে কিংস। চট্টগ্রাম পর্বে মোট ১২টি ম্যাচ হবে।</p>