<p>চোটে বিপিএল শেষ সিলেট স্ট্রাইকার্সের অলরাউন্ডার রাকিম কর্নংওয়ালের। এমন পরিস্থিতিতে দেশেও ফিরে গেছেন তিনি। সিলেটের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>এক পোস্টে বলা হয়েছে, ‘ক্রিকেট–সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।’</p> <p>ভিডিওতে কর্নওয়াল বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে।’</p> <p>সিলেটের হয়ে তিন ম্যাচ খেলে কর্নওয়াল রান করেছেন ১৮, ০ ও ৪। বল হাতে উইকেট নিয়েছেন ৪টি।</p> <p>এমনিতে বিদেশি খেলোয়াড়ের অভাব সিলেটের। তার ওপর পয়েন্ট তালিকায়ও ভালো অবস্থানে নেই দলটি। এমন পরিস্থিতিতে  কর্নওয়াল ছিটকে যাওয়ায় বিদেশি খেলোয়াড় সংকটে পড়বে দলটি।</p>