<p>ফিল্ডিংয়ের সময় সাগরিকায় একের পর এক ক্যাচ মিস করেছে ফরচুন বরিশাল। তাতে মনে হচ্ছিল ক্যাচ মিসের মাসুলই যেন দিতে যাচ্ছেন তামিম ইকবাল-নাজমুল হাসান শান্তরা। জহুর আহমেদ স্টেডিয়ামে পরে অবশ্য সেটা হতে দেননি তারা।</p> <p>চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে বরিশাল। দলের জয়ের ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম। এবারের বিপিএলে পেয়েছেন দ্বিতীয় ফিফটি। তার মতো ফিফটি পাওয়ার পথে ছিলেন বরিশালের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ডেভিড মালান। তবে জাহানদাদ খান ব্যাটিংয়ে এসে ২ ছক্কায় ম্যাচ শেষ করে দেওয়ায় তা আর হয়নি। এতে ৪৯ রানেই অপরাজিত থাকতে হয় মালানকে। ৪১ বলের ইনিংসটি সাজান ১ ছক্কায় ও ৩ চারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তামিমের অর্ধশতকে বরিশালের লক্ষ্য ১৪০" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737019719-c3440eddf47248de1a7d6244bfb40c5a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তামিমের অর্ধশতকে বরিশালের লক্ষ্য ১৪০</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/16/1469313" target="_blank"> </a></div> </div> <p>ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তামিম। জয়ের জন্য যখন ১৫ রান প্রয়োজন ঠিক তখনই ঢাকার অধিনায়ক থিসারা পেরেরার ইয়র্কারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে ৪৮ বলে করেছেন ৬১ রান। ইনিংসটি সাজান ৬ চার ও ১ ছক্কায়। এই ফিফটিতে একটা রেকর্ডও গড়েছেন তামিম। বরিশালের হয়ে এখন সর্বোচ্চ ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ব্যাটার। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের খেলা ৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসকে।</p> <p>তামিমের আগে ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৮ রানের সময় ড্রেসিংরুমে ফেরেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ওপেনার ২ রানে ফিরলেন দ্বিতীয় উইকেটে ১১৭ রানের দুর্দান্ত জুটি গড়েন তামিম-মালান। তাদের সেই জুটিতেই পরে সহজ জয় পায় বরিশাল। ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় এবারের বিপিএলে তাদের চতুর্থ জয়। এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচের বাকি দুটিতে হেরেছেন তামিমরা।</p>