আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও বুমরাহ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও বুমরাহ
ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন বুমরাহ। ছবি : ক্রিকইনফো

সময়টা যখন জাসপ্রিত বুমরাহর তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, সেটাই স্বাভাবিক। গতকাল বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পাওয়া বুমরাহ আজ আরো বড় স্বীকৃতি পেয়েছেন। প্রথমবারের মতো বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে ভারতীয় পেসারের হাতে উঠেছে মর্যাদাপূর্ণ ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন বুমরাহ। তার আগে জিতেছেন রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮)। ৩১ বছর বয়সী পেসার ভারতের চার কিংবদন্তির পাশে বসতে পুরস্কার জিততে পেছনে ফেলেছেন ট্রাভিস হেড, জো রুট ও হ্যারি ব্রুককে।

আরো পড়ুন
ওয়ান্ডারার্সকে উড়িয়ে নক আউট পর্বে বসুন্ধরা কিংস

ওয়ান্ডারার্সকে উড়িয়ে নক আউট পর্বে বসুন্ধরা কিংস

 

সোনায় মোড়ানো এক বছর কাটিয়েছেন বুমরাহ।

২০২৪ সালে ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়েছেন তিনি। যা গেল বছরের সর্বোচ্চ। দুইয়ে থাকা ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের চেয়ে ১৯ উইকেট বেশি ৩১ বছর বয়সী পেসারের। ভারতীয় পেসার গত বছরের উইকেটে রেকর্ডও গড়েছেন।
টেস্ট ইতিহাসের এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে কম বোলিং গড়ে ৭০ উইকেট নেওয়া বোলার তিনি। গত বছর ১৪.৯১ গড়ে উইকেট নিয়েছেন তিনি।

আরো পড়ুন
টেস্টে প্রথমবার বর্ষসেরা বুমরাহ

টেস্টে প্রথমবার বর্ষসেরা বুমরাহ

 

এক পঞ্জিকাবর্ষে ৭০ উইকেট নেওয়া বিশ্বের ১৭তম বোলার বুমরাহ। আর ভারতীয়দের মধ্যে চতুর্থ। তার আগে এই কীর্তি গড়েছেন কপিল দেব, অনিল কুম্বলে ও রবিচন্দ্রন অশ্বিন।

২০-এর কম গড়ে ২০০ টেস্ট উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলারের রেকর্ডও গড়েছেন তিনি। 

দীর্ঘদিন পিঠের চোটে ভোগা বুমরাহ ২০২৩ সালের আগস্টে মাঠে ফিরে ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামিয়েছেন। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজই তার প্রকৃষ্ট উদাহরণ। দল হিসেবে ভারত প্রতিপক্ষদের কাছে ধরাশায়ী হলেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের ‘যম’ হয়ে দাঁড়ান বুমরাহ। ৩-১ ব্যবধানে হারা সিরিজে ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হন তিনি। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে ১৯ উইকেট নেন বুমরাহ।

আরো পড়ুন
নেইমারের সঙ্গে চুক্তি বাতিল আল হিলালের

নেইমারের সঙ্গে চুক্তি বাতিল আল হিলালের

 

২০২৪ সালে দীর্ঘ ১৩ বছর পর আইসিসির কোনো ট্রফি জিতেছে ভারত। দ্বিতীয়বারের মতো সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে অনন্য অবদান রেখেছেন বুমরাহ। টুর্নামেন্টে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরাও হয়েছেন তিনি।

অন্যদিকে মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অ্যামেলিয়া কার। ‘র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি’ জেতা প্রথম নিউজিল্যান্ড ক্রিকেটার এই অলরাউন্ডার। সেরার লড়াইয়ে হারিয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

'অবদান থাকলেও ফুটবল জিম্মি হয়ে থাকবে না'

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
'অবদান থাকলেও ফুটবল জিম্মি হয়ে থাকবে না'
বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। ছবিঃ মীর ফরিদ

পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা নারী ফুটবল দলের ১৮ সদস্য এমনকি ফুটবল ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। মেয়েদের এমন কঠোর অবস্থানের পর তড়িঘড়ি করে বৃহষ্পতিবার রাতে সাত সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তদন্ত কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের আশা, কোচ ও খেলোয়াড়ের মধ্যে বিরোধের একটি সুন্দর সমাধান তাঁরা দিতে পারবেন।

'আসলে বিশেষ পরিস্থিতিতে এই কমিটি দায়িত্ব নিয়েছি।

যে দূরত্ব তৈরি হয়েছে, সেটির পেছনের কারণগুলো বের করা এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে সুপারিশ পেশ করাই আমাদের মূল কাজ। আশা করছি, সবার সঙ্গে বসে সুন্দর সমাধান দিতে পারব', আজ বলেছেন ইমরুল হাসান। গত বৃহস্পতিবার ব্রিটিশ কোচের বিরুদ্ধে ছয়টি অভিযোগ সামনে এনে নিজেদের অবস্থান তুলে ধরেন সাবিনা খাতুনরা। বাটলার থাকলে তাঁরা আর খেলবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।
সেই রাতেই বাফুফে থেকে জানানো হয়, বিশেষ তদন্ত কমিটি মেয়েদের অভিযোগ যাচাই-বাছাই করে সাত দিনের (আগামী বৃহস্পতিবার) মধ্যে প্রতিবেদন জমা দেবে। তদনে্তর প্রয়োজনে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আলাদা করে বসে তাঁদের সমস্যার কথা পুঙ্খানুপুঙ্খ শোনা হবে বলে জানিয়ে ইমরুল বলেছেন,'আমরা সবার সঙ্গে কথা বলব। কোচ, খেলোয়াড় এবং নেপাল সফরে টিম ম্যানেজমেন্টে যারা ছিল, এর বাইরেও টিমের আশপাশে যারা ছিল, তাদের সঙ্গেও কথা বলব। আশা করছি সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দেব।
'

এই মেয়েরাই দেশকে টানা দুটি সাফের শিরোপা জিতিয়েছেন। তাঁদের অবদানও খাটো করে দেখা হচ্ছে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নেতিবাচক কিছু বলতে চান না ইমরুল,'আমরা শুরুতে কঠোর অবস্থানে যেতে চাচ্ছি না। আমরা সব পক্ষের সঙ্গে কথা বলেই সদ্ধিান্ত নেব। আপনারা জানেন এই মেয়েদের বাংলাদেশ ফুটবলে ভালো অবদান আছে, কিন্তু অবদান থাকলেও কারো কাছে বাংলাদেশের ফুটবল জিম্মি হয়ে থাকবে, এটিও ঠিক না।

' অর্থাৎ সমাধানের পাশাপাশি ফুটবলকে 'জিম্মিমুক্ত' করাও অগ্রাধিকার পাচ্ছে তদন্ত কমিটির কাছে। 

কোচ ও মেয়েদের দূরত্ব তৈরির পেছনে বাফুফের নারী উইংয়ের ব্যর্থতাকে সামনে আনা হচ্ছে। বিশেষ করে উইং প্রধান মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়া হচ্ছে। এটিও খতিয়ে দেখার কথা বলেছেন ইমরুল,'নারী উইংয়ের ব্যর্থতা আছে কি না, সেটিও আমরা যাচাই করব। তদন্ত মাত্র শুরু হলো। এখন কিছু বলা ঠিক হবে না।'

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরব আমিরাতে গিয়ে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে মেয়েদের। কিন্তু এমন পরিস্থিতিতে এই সফর নিয়ে জেগেছে শঙ্কা। তবে মাঠে ফুটবল রাখাতেই যে গুরুত্ব দেবে তদন্ত কমিটি, সেটিও বলতে ভোলেননি ইমরুল হাসান,'সব কিছুর ওপর মাঠের ফুটবল। আমাদের চষ্টো থাকবে মাঠে যেন ফুটবল থাকে। বাংলাদেশ ফুটবল দল যেন খেলতে পারে। ফুটবলই যদি মাঠে না থাকে, তাহলে আমাদের সমস্ত চেষ্টাই বৃথা থাকবে।'

মন্তব্য
চ্যাম্পিয়নস লিগ প্লে-অফ

রিয়ালকেই পেল সিটি, অন্যদের প্রতিপক্ষ কারা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রিয়ালকেই পেল সিটি, অন্যদের প্রতিপক্ষ কারা
ছবি : ফেসবুক

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্লে-অফে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি, আর প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) প্রতিপক্ষ ব্রেস। জার্মান জায়ান্ট বায়ার্ন লড়বে সেল্টিকের বিপক্ষে। 

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচ শেষে যেসব দল সেরা আটে ছিল তারা স্বয়ংক্রিয়ভাবে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করে।

বাকি ১৬ দলের জন্য আজ ড্র অনুষ্ঠিত হয়। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দল দুই লেগে খেলবে।

২০২৪/২৫ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো প্লে–অফ

শেষ ষোলো প্লে–অফ
ব্রেস–পিএসজি
ক্লাব ব্রুগা–আতালান্তা
ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস–পিএসভি
ফেইনুর্ড–এসি মিলান
সেল্টিক–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–ডর্টমুন্ড
মোনাকো–বেনফিকা

প্লে-অফের প্রথম লেগের ম্যাচগুলো ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বা ১২ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের ম্যাচগুলো হবে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।

প্রাসঙ্গিক
মন্তব্য

রদ্রিগেজকে লাথি মেরে নিষিদ্ধ প্রতিপক্ষ দলের কোচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রদ্রিগেজকে লাথি মেরে নিষিদ্ধ প্রতিপক্ষ দলের কোচ
সংগৃহীত ছবি

কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজকে লাথি মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্রতিপক্ষ দলের কোচ। মেক্সিকোর লিগে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান দেপোর্তিভো গুয়াদালাহারার কোচ অস্কার গার্সিয়া।

মেক্সিকোর লিগা এমএক্সে বুধবার লেওনের বিপক্ষে গুয়াদালাহারার ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর দিন গার্সিয়াকে শাস্তি দেয় টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটি।

থ্রো করতে গার্সিয়ার হাত থেকে বল নিতে যান লেওনের মিডফিল্ডার নিকোলাস ফন্সেকা। কিন্তু বলটি অন্যদিকে ফেলে দেন ৫১ বছর বয়সী কোচ। তখন গার্সিয়াকে ধাক্কা দিয়ে বসেন ফন্সেকা। আর এতেই তৈরি হয় উত্তপ্ত পরিবেশ।

দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। তার মধ্যে গিয়ে লেওনের তারকা ফরোয়ার্ড রদ্রিগেজকে লাথি দিয়ে বসেন গার্সিয়া। পরে তাকে লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষে গার্সিয়া স্বীকার করেন, তার ওই কাজ একদমই অযৌক্তিক ছিল।

আর এর জন্য উভয় দলের সমর্থকদের কাছে ক্ষমা চান তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

ইসলাম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইসলাম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী
সংগৃহীত ছবি

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী। শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক আব্দুল হাই সাইফুল্লাহ।

ইসলাম গ্রহণের পূর্বে মুসল্লিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেব চৌধুরী বলেন, ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি।

যদিও আমি এখনো আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।’ 

আরো পড়ুন
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৫

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৫

 

শাহাদাহ পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন। তার ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

দেব চৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশি ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কী হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ