আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও বুমরাহ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও বুমরাহ
ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন বুমরাহ। ছবি : ক্রিকইনফো

সময়টা যখন জাসপ্রিত বুমরাহর তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, সেটাই স্বাভাবিক। গতকাল বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পাওয়া বুমরাহ আজ আরো বড় স্বীকৃতি পেয়েছেন। প্রথমবারের মতো বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে ভারতীয় পেসারের হাতে উঠেছে মর্যাদাপূর্ণ ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন বুমরাহ। তার আগে জিতেছেন রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮)। ৩১ বছর বয়সী পেসার ভারতের চার কিংবদন্তির পাশে বসতে পুরস্কার জিততে পেছনে ফেলেছেন ট্রাভিস হেড, জো রুট ও হ্যারি ব্রুককে।

আরো পড়ুন
ওয়ান্ডারার্সকে উড়িয়ে নক আউট পর্বে বসুন্ধরা কিংস

ওয়ান্ডারার্সকে উড়িয়ে নক আউট পর্বে বসুন্ধরা কিংস

 

সোনায় মোড়ানো এক বছর কাটিয়েছেন বুমরাহ।

২০২৪ সালে ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়েছেন তিনি। যা গেল বছরের সর্বোচ্চ। দুইয়ে থাকা ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের চেয়ে ১৯ উইকেট বেশি ৩১ বছর বয়সী পেসারের। ভারতীয় পেসার গত বছরের উইকেটে রেকর্ডও গড়েছেন।
টেস্ট ইতিহাসের এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে কম বোলিং গড়ে ৭০ উইকেট নেওয়া বোলার তিনি। গত বছর ১৪.৯১ গড়ে উইকেট নিয়েছেন তিনি।

আরো পড়ুন
টেস্টে প্রথমবার বর্ষসেরা বুমরাহ

টেস্টে প্রথমবার বর্ষসেরা বুমরাহ

 

এক পঞ্জিকাবর্ষে ৭০ উইকেট নেওয়া বিশ্বের ১৭তম বোলার বুমরাহ। আর ভারতীয়দের মধ্যে চতুর্থ। তার আগে এই কীর্তি গড়েছেন কপিল দেব, অনিল কুম্বলে ও রবিচন্দ্রন অশ্বিন।

২০-এর কম গড়ে ২০০ টেস্ট উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলারের রেকর্ডও গড়েছেন তিনি। 

দীর্ঘদিন পিঠের চোটে ভোগা বুমরাহ ২০২৩ সালের আগস্টে মাঠে ফিরে ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামিয়েছেন। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজই তার প্রকৃষ্ট উদাহরণ। দল হিসেবে ভারত প্রতিপক্ষদের কাছে ধরাশায়ী হলেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের ‘যম’ হয়ে দাঁড়ান বুমরাহ। ৩-১ ব্যবধানে হারা সিরিজে ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হন তিনি। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে ১৯ উইকেট নেন বুমরাহ।

আরো পড়ুন
নেইমারের সঙ্গে চুক্তি বাতিল আল হিলালের

নেইমারের সঙ্গে চুক্তি বাতিল আল হিলালের

 

২০২৪ সালে দীর্ঘ ১৩ বছর পর আইসিসির কোনো ট্রফি জিতেছে ভারত। দ্বিতীয়বারের মতো সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে অনন্য অবদান রেখেছেন বুমরাহ। টুর্নামেন্টে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরাও হয়েছেন তিনি।

অন্যদিকে মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অ্যামেলিয়া কার। ‘র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি’ জেতা প্রথম নিউজিল্যান্ড ক্রিকেটার এই অলরাউন্ডার। সেরার লড়াইয়ে হারিয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবিনাদের কথা শুনেছে তদন্ত কমিটি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
সাবিনাদের কথা শুনেছে তদন্ত কমিটি
ফাইল ছবি

পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা নারী ফুটবলারদের সঙ্গে আজ কথা বলেছে তদন্ত কমিটি। সন্ধ্যায় ৬টায় বাফুফে ভবনে আসেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আজ সাত জনের সঙ্গে কথা বলেছে এই কমিটির। বাকিদের সঙ্গে আগামীকাল আবার বসা হবে জানিয়ে ইমরুল বলেছেন,'কথা বলার জন্য আমরা ১৮জনকে চিঠি দিয়েছিলাম।

আজ (রবিবার) আমরা সাত জনের সঙ্গে কথা বলেছি। বাকিদের সঙ্গে আগামীকাল (সোমবার) বলব। এরপর হয়তো প্রতিবেদন তৈরি করা যাবে।'

শুধু কি ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসা হবে নাকি কোচিংস্টাফদেরও ডাকা হবে? ইমরুল হাসানের উত্তর,'যদি প্রয়োজন হয় তাহলে বাকিদের সঙ্গেও আমরা কথা বলব।

' আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন প্রকাশের আশা তদন্ত কমিটির। 

কোচ ও খেলোয়াড়দের এই দ্বন্দ্বের শুরু গত অক্টোবরে নেপালে সাফ চলাকালে। সিনিয়র কয়েকজনকে বাটলার পছন্দ করেন না—এমন মন্তব্য করেন মিডফিল্ডার মনিকা চাকমা। কোচও মেয়েদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের পাল্টা অভিযোগ করেন।

এরপর সাফের শিরোপা জয় বিরোধ নিষ্পত্তির জন্য যথেষ্ট হবে বলে ধরে নেওয়া হলেও আসলে তা হয়নি। বরং বাটলারকে পুনরায় নিয়োগ দিলে মেয়েরা আরও বেঁকে বসেন। একযোগে ১৮ ফুটবলার এসে এই কোচের অধীনে অনুশীলন বয়কটের সঙ্গে অবসরের হুমকিও দেন। এরপরই তদন্ত কমিটি গঠন করে বাফুফে।  

মন্তব্য

কষ্টার্জিত জয়ে লিগ জমাল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
কষ্টার্জিত জয়ে লিগ জমাল বার্সেলোনা
জয়সূচক গোলের পর লেভানডফস্কির উদযাপন। ছবি : এএফপি

রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার সুবিধাটা দারুণভাবে কাজে লাগাল বার্সেলোনা। ঘরের মাঠে আলাভেসকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

জয় পেতে অবশ্য ভালোই বেগ পেতে হয়েছে বার্সেলোনাকে। রবার্ট লেভানডফস্কি যখন জয়সূচক গোল করলেন ততক্ষণে যে ম্যাচের ৬১ মিনিট হয়েছে।

এই গোলের আগে পরে অনেকবার চেষ্টা করেও একের অধিক ব্যবধানের জয় নিয়ে আর মাঠ ছাড়তে পারেনি বার্সা।

বড় ব্যবধানের না হলেও জয়টা প্রয়োজন ছিল বার্সেলোনার। কেননা লিগ জমাতে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানো প্রয়োজন ছিল কাতালান ক্লাবের। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এখন ৪ পয়েন্টে পিছিয়ে বার্সা।

সমান ২২ ম্যাচে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের ৪৯ পয়েন্টের বিপরীতে বার্সার ৪৫। দুই দলের ম্যাচে সমান ম্যাচে ৪৮ পয়েন্টে দুইয়ে আছে আতলেতিকো মাদ্রিদ।

বল পজিশন থেকে শুরু করে আক্রমণ সব কিছুতে এগিয়ে থাকলেও আলাভেসের রক্ষণভাগ ভেদ করতে পারছিল না বার্সা। অথচ, এগিয়ে যাওয়ার বেশি কিছু সুযোগই পেয়েছিল তারা।

ম্যাচ শুরুর ৬ মিনিটে যেমন দারুণ সুযোগ পেয়েছিলেন রাফিনহা। কিন্তু কাজে লাগানোর বিপরীতে বাইরে শট মারেন তিনি। তবে ব্রাজিলিয়ান তারকা সুযোগ নষ্ট করার আগে অবিশ্বাস্য এক খেল দেখান লামিনে ইয়ামাল।

নিজেদের অর্ধে বল পেয়ে প্রতিপক্ষের পাঁচ-ছয়জন ফুটবলারকে কাটিয়ে সতীর্থ রাফিনহাকে বল বাড়িয়েছিলেন। লামিনে যখন প্রতিপক্ষের একের পর এক খেলোয়াড়দের বোকা বানাচ্ছিলেন তখন দৃশ্যটা দেখে মনে হচ্ছিল প্লে স্টেশনে খেলা হচ্ছে।

এতটাই পরাবাস্তব খেলছিলেন ১৭ বছর বয়সী এই প্লে মেকার।

দলের জয়ের গোলটিতেও অবদান রেখেছেন লামিনে। পেদ্রির ক্রসে ভলি করেছিলেন তিনি। তাতে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শরীরে লেগে ফাঁকায় দাঁড়ানো লেভানডফস্কির সামনে আসে। গোলবারের একদম সামনে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি পোলিশ স্ট্রাইকার।

মন্তব্য

অভিষেকের রেকর্ড সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অভিষেকের রেকর্ড সেঞ্চুরি
সেঞ্চুরির পর অভিষেকের উদযাপন। ছবি : ক্রিকইনফো

অভিষেক শর্মার অভিষেকটাই শুধু ভুলে যাওয়ার মতো ছিল। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে যা করছেন তা এক শব্দে বললে অবিশ্বাস্য। জিম্বাবুয়ের বিপক্ষে ‘ডাক’ মেরে ‘দাদাদের’ ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি ব্যাটার আজ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন।

অভিষেক প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন অভিষেক ম্যাচের পরেরটিতেই।

৪৬ বলে করেছিলেন তিনি। আজ দ্বিতীয় সেঞ্চুরিটা করলেন ইংল্যান্ডের বিপক্ষে। সেটিও খুনে মেজাজে। জফরা আর্চার-মার্ক উডদের তুলোধুনো করে রেকর্ডও গড়েছেন তিনি।
ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি। ৩৭ বলে সেঞ্চুরি করে আরেক শর্মার পেছনে থাকলেন অভিষেক। দ্রুততম ৩৫ বলে সেঞ্চুরি করে চূড়ায় আছেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা।

তবে ২৭ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক হচ্ছেন এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহান।

অন্যদিকে পূর্ণ সদস্য দলের হিসাব ধরলে অভিষেকের সেঞ্চুরি দ্বিতীয় দ্রুততম। রোহিতের মতো সমান ৩৫ বলে সেঞ্চুরি করে যৌথভাবে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার।

বলের হিসেবে পূর্ণ সদস্যের দলগুলোর মধ্যে দ্বিতীয় দ্রুততম হলেও অন্য এক পরিসংখ্যানে রেকর্ড সেঞ্চুরি করেছেন অভিষেক। ইনিংসের ১০.১ ওভারের মধ্যে আর কোনো ব্যাটার সেঞ্চুরি করতে পারেননি। আগের রেকর্ডটি ছিল কুইন্টন ডি কক।

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন সেঞ্চুরি করেন তখন ওভার ছিল ১০.২।

সুযোগ অবশ্য ছিল পূর্বসূরিকে পেছনে ফেলার। কিন্তু শেষ দিকে কয়েকটা বল ডট দেওয়া তা আর হয়নি অভিষেকের। এর আগে ভারতের দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন ২৪ বছর বয়সী ব্যাটার। ১৭ বলে ফিফটি করেন তিনি। দ্রুততমের মালিক তার আইডল যুবরাজ সিং।

এই ইংল্যান্ডের বিপক্ষেই ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ বলে ফিফটি করেন যুবরাজ। বিশ্ব ক্রিকেটে নিজেকে বিধ্বংসী ব্যাটার হিসেবে জানান দেওয়ার পেছনে ভারতের কিংবদন্তি অবদান সব সময় স্বীকার করেন উদীয়মান ব্যাটার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং ঐরীর দখলে। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৯ বলে করেন তিনি।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ যেন ক্রিকেট বলকে ফুটবল দেখেন অভিষেক। যেদিকে ব্যাট চালান সেদিক দিয়েই বাউন্ডারি-ওভার বাউন্ডারি হতে থাকে। আজ তার বাহু-আর ব্যাট থেকে যেন মুক্তিই মিলছে না ইংল্যান্ডের বোলারদের। অবশেষে যখন থামলেন তখন ৫৪ বল খেলে ক্যারিয়ারসেরা ১৩৫ রান করেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ১৩ ছক্কার বিপরীতে ৭ চারে। তার ইনিংসটি টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১২৬ রান ছিল শুবমান গিলের। 

মন্তব্য

‘ডু অর ডাই’ ম্যাচ ছাপিয়ে ফাইনালে চোখ রংপুরের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘ডু অর ডাই’ ম্যাচ ছাপিয়ে ফাইনালে চোখ রংপুরের
সতীর্থ ইফতেখার আহমেদের সঙ্গে শেখ মেহেদী (বাঁয়ে)। ছবি : কালের কণ্ঠ

বিপিএলে রংপুর রাইডার্সের শুরুটা মধুর হয়েছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষটা হয়েছে অম্লের। যার ফলে চাপেই পড়েছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। টানা ৮ ম্যাচ জেতা দলটি টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত শীর্ষ দুইয়ে ছিল।

তবে শেষ দিনে রংপুরকে হটিয়ে চিটাগাং কিংস শীর্ষ দুইয়ে জায়গা করে নেয়। এতে ফাইনালে ওঠার দুটি সুযোগ হাতছাড়া হয়ে যায় রংপুরের। এখন টুর্নামেন্টের বাকি সময়ের ম্যাচ দাঁড়িয়েছে ডু অর ডাইয়ের। বিপদে পড়লেও ফাইনালেই চোখ রাখছেন শেখ মেহেদী হাসান।

আজ বসুন্ধরায় নিজেদের মাঠে অনুশীলন শেষে এমনটিই জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

সেরা দুইয়ে থাকতে না পারার আফসোস ঝড়েছে শেখ মেহেদীর কণ্ঠে। তিনি বলেছেন, ‘এখানে (সেরা দুইয়ে) থাকতে পারলে ভালো হতো। আমাদের চ্যালেঞ্জটা এখন আরো বেশি।

সেরা দুইয়ে থাকলে দুইটা সুযোগ থাকত। এখন নকআউটে চলে এসেছি। আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল কী হয়।’

সর্বশেষ দুই আসরে প্লে-অফ থেকেই বিদায় নেয় রংপুর।

এবারও তেমনি তিক্ত স্বাদ নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় না রংপুর। শেখ মেহেদী বলেছেন, ‘শেষ দুই টুর্নামেন্টে ৩ নম্বর হয়েছি, ফাইনালে উঠতে পারিনি। এবার আরেকটা সুযোগ আছে। এবার গত দুই বছরের এটা (বাদ পড়া) ভাঙতে চাই। ফাইনালে যেতে চাই আমরা। ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা গুরুত্বপূর্ণ। স্থানীয় যে সাতজন আছে, তাদের পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ।’ আগামীকাল এলিমেনেটর ম্যাচে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

মন্তব্য

সর্বশেষ সংবাদ