সিলেট স্ট্রাইকার্সকে গতকাল উড়িয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং কিংস। দলকে ৯৬ রানের বড় জয় এনে দেওয়ার মূল কারিগর হচ্ছেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন খালেদ আহমেদও।
দুজনই ম্যাচে ৪ উইকেট করে নিয়েছেন।
সিলেট স্ট্রাইকার্সকে গতকাল উড়িয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং কিংস। দলকে ৯৬ রানের বড় জয় এনে দেওয়ার মূল কারিগর হচ্ছেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন খালেদ আহমেদও।
দুজনই ম্যাচে ৪ উইকেট করে নিয়েছেন।
দুর্দান্ত পারফরম্যান্স করাটা একটু দেরি হয়ে গেছে কি না তা জানতে চাওয়া হয়েছিল শরিফুলের কাছে। কেননা টুর্নামেন্টে ১২ উইকেট নেওয়া বাঁহাতি পেসার যদি বিপিএলের শুরুতেই ছন্দে থাকতে পারতেন, তাহলে হয়তো চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও থাকতেন। তবে আফসোস নেই বলে জানিয়েছেন চিটাগংয়ের পেসার। তিনি বলেছেন, ‘না, না।
দলে না থাকা খারাপ লাগছে কি না সেটা নিয়ে শরিফুল বলেছেন, ‘না, আলহামদুলিল্লাহ খারাপ লাগছে না।
সম্পর্কিত খবর
চ্যাম্পিয়নস ট্রফিতে বিদায় ঘণ্টা বাজলেও আড়াই মাস পর আবারও পাকিস্তানের বিমানে চড়বে বাংলাদেশ। টুর্নামেন্টের মূল আয়োজকদের বিপক্ষেই আগামী মে মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।
আইসিসির এফটিপির অংশ হওয়া এই সিরিজ আগে থেকেই চূড়ান্ত হলেও নতুন আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ হতে যাচ্ছে দুই দলের মধ্যে। আগামী জুলাই-আগস্টে সেই সিরিজ হতে পারে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
সিরিজটি নিয়ে দুবাইয়ে দুই বোর্ডের প্রধান ফারুক আহমেদ ও মহসিন নাকভির মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সিরিজটির বিষয়ে ক্রিকবাজকে বিসিবি ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফীস বলেছেন, ‘বিসিবি এবং পিসিবি এ নিয়ে (সিরিজ) আলোচনা করেছে। সিরিজের বিষয়ে এই মুহূর্তে ইতিবাচক উভয় বোর্ডই।
দুই সিরিজের মাঝে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে। আগামী জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তার আগে আগামী ২৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ ম্যাচ খেলতে নামবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান।
ক্রিকেটারদের খেলা দেখে যেন আকাশেরও ইচ্ছা জেগেছে। সেই ইচ্ছা পূরণ করতেই চ্যাম্পিয়নস ট্রফির সপ্তম ম্যাচকে বেছে নিয়েছে বৃষ্টি। দুই দলের ম্যাচে জয়-পরাজয়ের বিষয় থাকলেও বেরসিক বৃষ্টির ক্ষেত্রে যেন একটাই লক্ষ্য ছিল। মনের সাধ পূরণ করে যেন ম্যাচ পরিত্যক্ত করা।
রাওয়ালপিন্ডিতে আজ সেই কাজটাই করেছে বেরসিক বৃষ্টি। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য করেছে ম্যাচ রেফারিকে। এতে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।
প্রতিদিনের মতো আজও ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।
পয়েন্ট ভাগাভাগি করায় লাভ হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার।
ভারতকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। কিন্তু ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ তারা। নিউজিল্যান্ডের কাছে গতকাল বাংলাদেশ হারায় নাজমুল হোসন শান্ত-মুশফিকুর রহিমদের মতো যাত্রাপথ থেমে গেছে পাকিস্তানেরও।
নিউজিল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে হারার পর ভারতে বিপক্ষে ম্যাচটি ছিল পাকিস্তানের টুর্নামেন্টে টিকে থাকার লড়াই।
তাই আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে দুই দলের মুখোমুখি হওয়ার সময় যতই কথার লড়াই হোক না কেন ম্যাচ শেষে পাকিস্তান গোমড়া মুখেই মাঠ ছাড়ে।
শক্তি-সামর্থ্যের দিক থেকে ভারত-পাকিস্তানের বর্তমান দলের পার্থক্য যে বিস্তর তাই বোঝাতে চেয়েছেন গাভাস্কার। সম্প্রতি স্পোর্টস টুডেকে ভারতের কিংবদন্তি বলেছেন, “আমি মনে করি, ভারতের ‘বি’ দল সম্ভবত... (পাকিস্তানের ঘাম ছুটে দেবে)। ‘সি’ দল পারবে কি না সে বিষয়ে নিশ্চিত নই, তবে ‘বি’ দলকে হারাতে পাকিস্তানের বর্তমান দলের খুব, খুব কষ্ট হবে।
পাকিস্তান দলে প্রতিভাবান খেলোয়াড়ের সংকট রয়েছে বলে মনে করেন গাভাস্কার। এ কারণে তাদের বেঞ্চের শক্তি দুর্বল জানিয়ে ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘তাদের বেঞ্চের শক্তির ঘাটতি দেখে আমি অবাক। পাকিস্তান দলে সব সময় সহজাত প্রতিভা ছিল। টেকনিক্যালি সঠিক না হলেও ব্যাট-বলের দারুণ বোঝাপোড়ার কারণেই তারা সহজাত ছিল।’
নিজের মতের ব্যাখ্যায় পাকিস্তানের কিংবদন্তি ইমজামাম-উল-হকের ব্যাটিং দক্ষতার বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন গাভাস্কার।
গত মাসে ইংল্যান্ডে গিয়ে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করে তার চাহিদাপত্র জেনে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। সে সময় সভাপতির কাছ থেকে বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে ধারণা নিয়েছেন হামজাও। এর মধ্যে বাংলাদেশ দলের চোট ব্যবস্থাপনার ব্যাপারে অধিকতর গুরুত্ব দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। এরই মধ্যে তার এজেন্ট বাফুফেকে জানিয়ে দিয়েছে যে ইংল্যান্ড থেকে ব্যক্তিগত ফিজিও নিয়ে আসতে চান হামজা।
বাংলাদেশ দলে একজন ফিজিও থাকলেও হামজার চাহিদার ব্যাপারে বাফুফে ইতিবাচক বলেই জানা গেছে। জাতীয় দলের ম্যানেজার আমের খান গতকাল বলেছেন, ‘হামজার এজেন্ট আমাদের বিষয়টি জানিয়েছে। তার কাজ আরো সহজ করার জন্য সঙ্গে করে একজন ফিজিও আনতে চান। এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলতে পারছি না।
৫ মার্চ সৌদি আরবে গিয়ে ১৭ তারিখে আবার ঢাকায় ফিরবে হাভিয়ের কাবরেরার দল। ২০ মার্চ ম্যাচ ভেন্যু শিলংয়ে যাওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশ দলের। তার আগেই ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। ২৮ ফেব্রুয়ারি ক্যাম্প শুরুর আগে দলে যোগ দিচ্ছেন নতুন ফিটনেস ট্রেইনার স্প্যানিশ পেলো জোসেপ এলিয়েন।