স্পেশাল অলিম্পিকস

ইউক্রেনকে হারিয়ে ফ্লোরবলে সোনা জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ইউক্রেনকে হারিয়ে ফ্লোরবলে সোনা জিতল বাংলাদেশ
ইউক্রেইনকে হারিয়ে ফ্লোরবলে সোনা জিতেছে বাংলাদেশ। ছবি: ফেসবুক

স্পেশাল অলিম্পিকস উইন্টার গেমসে ইউক্রেনকে হারিয়ে ফ্লোরবলে সোনা জিতেছে বাংলাদেশের মেয়েরা।  

ইতালির তুরিনে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার মেয়েদের ফ্লোরবল ইভেন্টের ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারায় স্বর্ণা-ফাতেমারা। ফাইনালে গোল করেছেন স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, ফাবিয়া খাতুন ও তামাল্লিন।

বাংলাদেশ ফ্লোরবল দলে খেলছেন, ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।

মন্তব্য

সম্পর্কিত খবর

শিয়েরারের রেকর্ড ভেঙে দিলেন হালান্ড

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
শিয়েরারের রেকর্ড ভেঙে দিলেন হালান্ড
ব্রাইটনের বিপক্ষে পেনাল্টিতে গোলের পর হালান্ডের উদযাপন। ছবি : এএফপি

একটু যেন দেরিই হলো! তবে ঠিকই রেকর্ডটা নিজের করে নিয়েছেন আর্লিং হালান্ড। ম্যাচের হিসেবে প্রিমিয়ার লিগে ১০০ গোলে অবদান রাখা দ্রুততম খেলোয়াড় তিনি।

ঘরের মাঠ ইতিহাদে গতকাল রেকর্ডটি গড়েছেন হালান্ড। ব্রাইটনের বিপক্ষে ১১ মিনিটে সফল স্পটকিকে মাইলফলকটি স্পর্শ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।

৯৪ ম্যাচে ১০০ গোলে অবদান রেখেছেন তিনি। এতে ভেঙে গেছে অ্যালান শিয়েরারে রেকর্ড। ১০০ ম্যাচে ১০০ গোলে অবদান রেখে এত দিন রেকর্ড নিজের কাছে ধরে রেখেছিলেন নিউক্যাসল ও ইংল্যান্ডের কিংবদন্তি। 

সেঞ্চুরির অবদানের মধ্যে ৮৪ গোলের বিপরীতে ১৬ অ্যাসিস্ট করেছেন হালান্ড।

তার চেয়ে কম অ্যাসিস্ট করেছেন শুধু হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আগে টটেনহামের হয়ে প্রথম ১০০ গোলের অবদানে ১৩ অ্যাসিস্ট করেছিলেন তিনি। কেইন সব মিলিয়ে সেঞ্চুরির গোলে অবদান রাখতে খেলেছেন ১২৮ ম্যাচ।

রেকর্ডটা আরো আগেই পেতে পারতেন হালান্ড।

২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর যেভাবে গোল করছিলেন। অতিমানবীয় পারফরম্যান্স করে প্রথম দুই মৌসুমের গোল্ডেন বুট জিতেছেন তিনি। এ মৌসুমে অবশ্য শীর্ষে থাকা মোহাম্মদ সালাহর থেকে ৬ গোলে পিছিয়ে আছেন। লিভারপুলের ফরোয়ার্ডের ২৭ গোলের বিপরীতে ২১ গোল হালান্ডের। তবে প্রথম পাঁচ ম্যাচে ১০ গোল করে যেভাবে শুরুটা করেছিলেন তা ধরে রাখতে পারলে সালাহকে এবারও পেছনে তা ফেলতেনই সঙ্গে আরো কম ম্যাচে দ্রুততম ১০০ গোলের অবদান রাখার রেকর্ড গড়তে পারতেন।

গতকাল হালান্ড হাসলেও তার দল অবশ্য হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি। ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ২-২ গোলের ড্রয়ে আগামী চ্যাম্পিয়নস লিগে সরাসরি সুযোগ পাওয়াটাও তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৪৮ পয়েন্ট নিয়ে বর্তমানে ৫ নম্বরে আছে তারা। ৭০ পয়েন্টে লিগ জয়ের আরো কাছে লিভারপুল। অল রেডদের পরেই আছে আর্সেনাল (৫৫), নটিংহাম ফরেস্ট (৫৪) ও চেলসি (৪৯)। চ্যাম্পিয়নস লিগে সরাসরি সুযোগ পেতে হলে মৌসুম শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকতে হবে সিটিকে।

মন্তব্য

নাসিম-শাহীন-হারিসরা প্রতিভাবান, কিন্তু সেরা নন : মঈন আলী

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
নাসিম-শাহীন-হারিসরা প্রতিভাবান, কিন্তু সেরা নন : মঈন আলী
পাকিস্তানি পেসার হারিস রউফ ও নাসিম শাহ।

পাকিস্তানের পেস বোলারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ইংল্যান্ড ক্রিকেটার মঈন আলী। পেস আক্রমণে পাকিস্তানের সোনালি এখন অতীত বললেন সাবেক এই অলরাউন্ডার। সম্প্রতি ইংল্যান্ডের আরেক ক্রিকেটার আদিল রশিদের সঙ্গে এক পডকাস্টে এই বিষয়ে কথা বলেন তিনি। 

মঈন স্বীকার করেছেন যে, নাসিম শাহ, শাহীন আফ্রিদি এবং হারিস রউফরা প্রতিভাবান।

তবে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে তারা বিশ্বের সেরা পেস আক্রমণ গড়ে তুলেছেন কি না। পডকাস্টে মঈন বলেন, ‘বিশেষ করে পাকিস্তানি পটভূমির লোকজনের মধ্যে একটা ধারণা আছে যে পাকিস্তানের পেস বোলিংই সেরা। কিন্তু আমি সেটা মনে করি না। ওরা ভালো, তবে সেরা নয়।
নাসিম শাহ, শাহীন আফ্রিদি ও হারিস রউফ নিঃসন্দেহে খুব ভালো বোলার। আমরা এটা বলছি না যে তারা খারাপ, তবে তারা বিশ্বের সেরা বোলারও নয়।’

মঈনের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে কঠিন সময় পার করছে। আর টুর্নামেন্টে পাকিস্তানের পেসাররা পুরোপুরি ব্যর্থ।

বিশেষ করে শাহীন আফ্রিদি নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে কোনো উইকেট না নিয়ে ৬৮ রান দেন এবং ভারতের বিপক্ষে ৮ ওভারে ৭৪ রান দিয়ে পান মাত্র দুটি উইকেট।

নাসিম শাহ নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৬৩ রান খরচায় দুটি উইকেট পেলেও ভারতের বিপক্ষে ৮ ওভারে ৩৭ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। অন্যদিকে, হারিস রউফ নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে ব্যয়বহুল বোলার ছিলেন, ১০ ওভারে ৮৩ রান দিয়ে দুই উইকেট নেন। ভারতের বিপক্ষে তিনি ৭ ওভারে ৫২ রান দিলেও কোনো উইকেট পাননি।

মন্তব্য

চিন্তা করবেন না, এখনই অবসর নিচ্ছি না : কোহলি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
চিন্তা করবেন না, এখনই অবসর নিচ্ছি না : কোহলি
বিরাট কোহলি। ছবি : এএফপি

অবসর নেওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলির। জানিয়েছেন, খুব শিগগিরই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলার সময় এক প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, 'উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমি কোনো ঘোষণা দিচ্ছি না। আপাতত সব ঠিক আছে।

'

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে খেলছেন কোহলি। তবে এখনই বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছু ভাবেননি কোহলি। বলছেন, ‘চিন্তা করবেন না। আমি কোনও ঘোষণা করব না।

এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালোবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালোবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যত দিন সেটা উপভোগ করব তত দিন খেলে যাব।
এখন কোনো কীর্তি স্থাপনের জন্য খেলি না।’

কোহলি আরো বলেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার ক্ষিদে থাকলে অবসর নিয়ে ভাবার সময় পাওয়া যায় না। রাহুল দ্রাবিড়ের সঙ্গে এটা নিয়ে এক বার বেশ ভালো কথাবার্তা হয়েছিল। ও আমাকে বলেছিল, সব সময় নিজের সঙ্গে যোগাযোগ রাখতে। জীবনের কোন পর্যায়ে রয়েছি, সেটা নিয়ে বেশি করে ভাবতে।

কারণ অবসর কবে নেব, এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ কাজ নয়।’

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হেরে ফিরেছে ভারত। চার বছর পর আবার অজি সফর থাকবে না বলেই মনে করেন কোহলি। গত বছর পার্থে সিরিজের প্রথম টেস্টে অপরাজিত সেঞ্চুরি করলেও পুরো সিরিজ জুড়ে নিজের সেরা ছন্দে ছিলেন না কোহলি। তাই আগামীতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেই দুঃখ ভোলারও কোনো সুযোগ থাকছে না বলে জানান এই ভারতের সাবেক এই অধিনায়ক, ‘তবে আমি এটা নিয়ে ভাবতে পারি না। হয়তো চার বছর পর আমার আর অস্ট্রেলিয়া সফর করার সুযোগই থাকবে না। আমি জানি না। তাই জীবনে যা ঘটেছে, সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য
ডিপিএল

সোহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সোহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পঞ্চম রাউন্ডের শেষদিনে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। 

বিকেএসপির তিন নম্বর মাঠে নুরুল হাসান সোহানের অপরাজিত ১৩২ রানের সুবাদে বড় পুঁজি পায় দলটি। এ ছাড়া হাবিবুর রহমান সোহান করেন ৪৫ রান। অন্যদিকে, শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নিয়েছেন রায়ান রাফসান আহমেদ।

বর্তমানে লক্ষ্য তাড়ায় ব্যাট করছে রায়ান রাফসানের নেতৃত্বাধীন দলটি।

দিনের অন্য ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে গুলশান শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ঘুরে দাঁড়ায়। তিনে নেমে লিটন দাস ফেরেন মাত্র ২২ রানে।

অর্ধ-শতক তুলে নেন আজিজুল তামিম। তার ৬২, ইফতেখার হোসেনের ৩২ এবং নাঈম ইসলামের ২৭ রান ছাড়া অবশ্য কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে গুলশান ৯ উইকেটে ২২১ রান সংগ্রহ করে। পারটেক্সের হয়ে ৩ উইকেট নেন তৌফিক আহমেদ।

বিকেএসপিতে চলমান আরেক ম্যাচে খেলছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক। আগে ব্যাট করে রূপগঞ্জ নির্ধারিত ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে অমিত মজুমদার সর্বোচ্চ ৮১, আবদুল্লাহ আল গালিব ৫৭, আরিফুল হক ৪০ এবং অধিনায়ক আল-আমিন জুনিয়র ৩২ রান করেন। বিপরীতে ৩টি করে উইকেট শিকার করেন অগ্রণী ব্যাংকের রুয়েল মিয়া ও তাইবুর রহমান। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ