এক ওভারে ছয় ছক্কা হাঁকানো প্রত্যেক ব্যাটারের কাছেই স্বপ্নের। সেই স্বপ্ন একবার পূরণ করতে যখন অন্য ব্যাটাররা বিভোর তখন কিনা এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর পুনরাবৃত্তি ঘটালেন থিসারার পেরেরা।
বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দুইবার এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন পেরেরা। গতকাল এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে এই কীর্তি গড়েছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার।
আফগানিস্তান পাঠানস দলের স্পিনার আয়ান খানের ওভারে ছয় ছক্কা মেরে। ইনিংসের শেষ ওভার করতে আসলে আয়ানের প্রতিটি বলই বাউন্ডারির বাইরে আঁছড়ে ফেলেন শ্রীলঙ্কান লায়ন্সের অধিনায়ক।
আরো পড়ুন
শিয়েরারের রেকর্ড ভেঙে দিলেন হালান্ড
এর আগে ২০২১ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ৬ বলে ৬ হাঁকানোর রেকর্ড গড়েন পেরেরা। গতকাল শুধু দুইবার ছয় ছক্কা হাঁকানোর রেকর্ডই গড়েননি, সঙ্গে বিধ্বংসী এক সেঞ্চুরিও করেছেন তিনি।
৩৬ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাবেক এই অলরাউন্ডার। সেঞ্চুরি করতে শেষ ওভারে ২৮ রানের প্রয়োজন ছিল পেরেরার। আয়ানের করা সেই ওভারে লঙ্কাকাণ্ড ঘটিয়ে সেঞ্চুরি তুলে নিলেন তিনি। তার সেঞ্চুরি ২৩০ রানে সংগ্রহ পায় শ্রীলঙ্কা লায়ন্স। রান তাড়া করতে নেমে ২০৪ রানে অলআউট হয়ে ২৬ রানে হারে আফগানিস্তান পাঠানস।
শেষ ওভারে ৬ ছক্কার সঙ্গে ৩ টি ওয়াইডও দিয়েছেন আয়ান। এতে প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ ৩৯ রান দেওয়ার বিব্রতকর রেকর্ডও গড়েছেন আয়ান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে সামোয়ার বিপক্ষে সমান ৩৯ রান দিয়েছেন ভানুয়াতুর পেসার নলিন নিপিকো।
পেরেরা ছাড়া প্রতিযোগিতামূলক ক্রিকেটে একবার করে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি আছে যুবরাজ সিং, হার্শেল গিবস, কাইরন পোলার্ড, দীপেন্দ্র সিং ঐরী, স্যার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, রস হোয়াইটলি, হজরতউল্লাহ জাজাই, লিও কার্টার ও জাসকারান মালহোত্রার।
এর মধ্যে প্রথম চারজন আন্তর্জাতিক ক্রিকেটে ছয় ছক্কার কীর্তি গড়েছেন।