আইপিএল শুরুর দিনে দল পেল ভারতীয় অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আইপিএল শুরুর দিনে দল পেল ভারতীয় অলরাউন্ডার
শার্দুল ঠাকুর।

আইপিএলের ২০২৪ সালের মেগা নিলামে অবিক্রিত ছিলেন শার্দুল ঠাকুর। তবে টুর্নামেন্ট শুরুর দিনই তাকে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। চোটগ্রস্ত লখনউ মোহসিন খানের পরিবর্তে তাকে দলে নিয়েছে। 

চোটের কারণে এবারের  আইপিএলে খেলার সম্ভাবনা নেই মোহসিন খানের।

তিনি এখনো বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, মোহসিন এখন ৫০ শতাংশ ফিট। মাঠে নামতে আরও পাঁচ থেকে ছয় সপ্তাহ লাগতে পারে তার। তাই ঝুঁকি না নিয়ে শার্দূলের সঙ্গে চুক্তি করলেন লখনউ কর্তৃপক্ষ।
 

সম্প্রতি শার্দুলকে লখনউ ট্রেনিং ট্রেনিং সেশনেও অংশ নিতে দেখা গেছে। ২ কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে তাকে। শনিবার বিকালে ফিটনেস রিপোর্ট হাতে পাওয়ার পর সই করানো হয়েছে।

লখনউর বর্তমানে দলে একাধিক চোট সমস্যা রয়েছে।

অজি অলরাউন্ডার মিচেল মার্শ সম্প্রতি ব্যাক চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়েছেন এবং এই মৌসুমে আর বল করতে পারবেন না। এ ছাড়া, আবেশ খান, আকাশ দীপ, এবং মায়ঙ্ক যাদবও চোট নিয়ে জাতীয় ক্রিকেট একাডেমিতে আছেন। আবেশ ও আকাশের প্রথম তিনটি ম্যাচ মিস হতে পারে। অন্যদিকে, মায়ঙ্ক যাদব বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন সিজনের শুরুতে, তবে ১৫ এপ্রিলের মধ্যে ফিট হওয়ার কথা রয়েছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

রাফিনিয়ার হুঙ্কারকে স্রেফ উড়িয়ে দিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রাফিনিয়ার হুঙ্কারকে স্রেফ উড়িয়ে দিল আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে রোমারিও টিভি’তে ব্রাজিলিয়ান ফরোযার্ড রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি।

আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’

কিন্তু মাঠে নামার নামার পর দেখা গেল উল্টো ব্রাজিলকে গুড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী দলকে স্রেফ গুঁড়িয়ে, উড়িয়ে, নাস্তানাবুদ করে স্রেফ দর্শক বানিয়ে রাখল ব্রাজিলকে। রাফিনিয়া-ভিনিসিয়ুসদের নিয়ে ছেলেখেলা করে ৪-১ গোলে জিতেছে আলভারেজ-ডি পলরা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলছেন, রাফিনিয়া অপরিণামদর্শী হয়ে হুংকার না ছাড়লে আর্জেন্টাইনরা এভাবে জ্বলে উঠতেন না! কিন্তু আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে এমন কিছু উড়িয়ে দিয়েছেন। রাফিনিয়ার কথায় তেতে উঠে আর্জেন্টিনা ব্রাজিলকে চার গোল দেয়নি, এটাই বোঝালেন স্কালোনি। তবে এসব যে বলতে নেই কিংবা তেমন ওজনদার খেলোয়াড় হওয়ার পর বলা উচিত—সেটাও পরোক্ষভাবে রাফিনিয়াকে বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ, ‘এটা ব্রাজিল-আর্জেন্টিনা, এই ম্যাচ নিয়ে এমন সব কথা বলার দরকার নেই। আমরা সে জন্য এভাবে খেলিনি।

আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি। কারণ, আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি; সে তার দলের হয়ে বলেছে।’

ম্যাচের পর আলভারেজের কণ্ঠে ছিল রাফিনিয়ার কথার জবাব দেওয়ার তৃপ্তি। ‘আমরা মাটিতে পা রেখেই নিজেদের কাজটা করেছি এবং দারুণ একটি ম্যাচ খেললাম। ওদেরকে দারুণ প্রদর্শনী দেখিয়ে দিলাম।

৪-১ ব্যবধানের ঐতিহাসিক জয়। আমরা এতে দারুণ গর্বিত।’

আর্জেন্টিনার কাছে হেরে চাকরি হারানোর শঙ্কায় আছেন ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র। তাকে ছাঁটাইয়ের দাবি উঠেছে ব্রাজিলে। দোরিভালও স্কালোনির কৌশলের কাছে পর্যুদস্ত হওয়াটা স্বীকার করে ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে, তাতে স্বীকার করতেই হবে, আমাদের পর্যুদস্ত করে তারা যোগ্যতর দল হিসেবেই জিতেছে। এই হার তাৎপর্যপূর্ণ। তবে সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব।’

ব্রাজিলের ডিফেন্ডার মারকিনিওসবলেছেন, ‘এটা শুধু কোচের ভুল নয়, খেলোয়াড়দেরও। আজ যা ঘটেছে, তা যেন আর না ঘটে।’

মন্তব্য

আইসিসি এলিট প্যানেলে দুই নতুন মুখ, গফ-উইলসন বাদ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আইসিসি এলিট প্যানেলে দুই নতুন মুখ, গফ-উইলসন বাদ

আইসিসি এলিট প্যানেল আম্পায়ারের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তরুণদের জায়গা করে দেওয়ার লক্ষ্যে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

তাদের জায়গায় ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। পালেকার ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টি এবং ওয়ার্ফ ৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন।

 

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এলিট প্যানেলে মনোনিত হওয়া আম্পায়ারদের অভিনন্দন জানিয়েছেন। একইসাথে বিদায়ী আম্পায়ার গফ এবং উইলসনকে ধন্যবাদ জানিয়ে।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আল্লাহুদিন এবং অ্যালেক্স উভয়েরই শীর্ষ স্তরে ধারাবাহিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় মেজাজ, অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে। আইসিসির পক্ষ থেকে, আমি তাদের আগামী মৌসুমের জন্য এবং ভবিষ্যতের জন্য সর্বোত্তম শুভেচ্ছা জানাই।

আমরা জোয়েল এবং মাইকেলকে  আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’

আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ার্স (২০২৫-২৬):

- কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
- ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড)
- অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
- রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
- রিচার্ড কেটলবোরো (ইংল্যান্ড)
- নিতিন মেনন (ভারত)
- আল্লাহুদিন পালেকার (দক্ষিণ আফ্রিকা)
- আহসান রাজা (পাকিস্তান)
- পল রাইফেল (অস্ট্রেলিয়া)
- শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ)
- রডনি টাকার (অস্ট্রেলিয়া)
- অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)

মন্তব্য

যে রেকর্ডে রোহিত-কার্তিককে পেছনে ফেলে শীর্ষে ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
যে রেকর্ডে রোহিত-কার্তিককে পেছনে ফেলে শীর্ষে ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : ক্রিকইনফো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লজ্জার এক রেকর্ড গড়েছেন টুর্নামেন্টটির ইতিহাসে অন্যতম সফল ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। অজি এই অলরাউন্ডার এখন আইপিএলে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়া ব্যাটার। 

গতকাল মঙ্গলবার পাঞ্জাব কিংসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমে নিজের খেলা প্রথম বলেই সাই কিশোরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ম্যাক্সওয়েল। ফলে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তাকে।

আরো পড়ুন
ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

 

এ নিয়ে আইপিএলে ১৯তম বার ডাক খেলেন ম্যাক্সওয়েল, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন রোহিত শর্মা এবং দীনেশ কার্তিককে। ভারতীয় দুই ব্যাটারের ১৮ বার করে ডাকের রেকর্ড আছে। শূন্য রানে আউট হওয়ার তালিকায় এই তিন জনের পরেই রয়েছেন পীযূষ চাওলা ও সুনীল নারিন।

দুজন ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। রশিদ খান ও মনদীপ সিংহ ১৫ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন মানিশ পান্ডে ও অম্বাতি রাইডু।

আইপিএলের গত আসর একেবারেই ভালো যায়নি ম্যাক্সওয়েলের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি। ফলে বেঙ্গালুরু ছেড়ে দেয় তাকে। এবার নিলামে ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাকে কেনে পাঞ্জাব। নতুন দলের হয়েও শুরুটা ভালো হলো না ম্যাক্সওয়েলের।

মন্তব্য

ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
ছবি : এএফপি

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা। রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের। সুখবর শোনার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির দল। ম্যাচে ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়ে ‘সুখবর’ উদ্‌যাপন করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের জয় খরা কাটানোর যে প্রত্যাশা নিয়ে আর্জেন্টিনা সফরে যায় ব্রাজিল। ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর হুঙ্কারও দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। কিন্তু হুঙ্কার সেই পর্যন্তই।

উল্টো চতুর্থ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে, ১২ মিনিটে ২-০ গোলের লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। দুই গোল ব্যবধানে পিছিয়ে থাকা ব্রাজিল ২৬ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের ভুলে ব্যবধান কমায়। ম্যাথিয়ুস কুনহার গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও ৩৭ মিনিটে লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার  অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান ৩-১ করে নেয়।
এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। 

গোল পেতে মরিয়া ব্রাজিল বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। কিন্তু তাতেও খেলার খুব আহামরি পরিবর্তন হয়নি। রাফিনিয়া চেষ্টা করেছেন। কিন্তু জালের দেখা পাননি।

উল্টো আর্জেন্টিনার ফরোয়ার্ডদের সামনে ব্রাজিলের রক্ষণভাগকে দেখা যায় দিকহারা। ৭১ মিনিটে তালিয়াফিকোর ক্রস বেশ কঠিন কোণ থেকে নেওয়া শটে গোল করেন আলমাদার বদলি নামা জুলিয়ানো সিমিওনে। শেষ পর্যন্ত আর কোনো দলই বল জালে না জড়ালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিনরা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ