<p>ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার সূচকের পতন হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। সেই সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কারো প্রতি অভিযোগ নেই, আক্রোশ নেই : রাহুল আনন্দ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731904802-702b8fe0963ee5ef10b04652dc580504.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কারো প্রতি অভিযোগ নেই, আক্রোশ নেই : রাহুল আনন্দ</p> </div> </div> </div> <p><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/18/1447933" target="_blank"> </a></p> </div> </div> <p>ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৩২৮ পয়েন্টে।</p> <p>ডিএসই শরিয়া সূচক ৬.৫৬ পয়েন্ট কমে এক হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৪৯ পয়েন্ট কমে এক হাজার ৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৮৩টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হলমার্ক গ্রুপ এখন ধ্বংসস্তূপ, লুট হয়েছে সব যন্ত্রপাতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731904434-9758ff02520db469b7a1bcf3a3c261ad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হলমার্ক গ্রুপ এখন ধ্বংসস্তূপ, লুট হয়েছে সব যন্ত্রপাতি</p> </div> </div> </div> <p><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/18/1447931" target="_blank"> </a></p> </div> </div> <p>এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫০টি কম্পানির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির। এদিন ডিএসইতে মোট ৫০৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোরআন-হাদিসের বর্ণনায় অশ্লীলতা প্রসারের শাস্তি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731904332-18e2999891374a475d0687ca9f989d83.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোরআন-হাদিসের বর্ণনায় অশ্লীলতা প্রসারের শাস্তি</p> </div> </div> </div> <p><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2024/11/18/1447930" target="_blank"> </a></p> </div> </div> <p>আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।</p>