<p>ঝাড়ুদার ও পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরি পেতে আবেদন করেছেন মাস্টার্স অব টেকনোলজি, ব্যাচেলর অব টেকনোলজি, এমবিএ, গ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা। ভারতের তামিলনাড়ু রাজ্যে বিধানসভার ১০ জন ঝাড়ুদার ও ৪ জন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ পেতে এসব ডিগ্রিধারীরা আবেদন করেছেন।</p> <p>দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ১৪ শূন্য পদে নিয়োগের জন্য গেল ২৬ সেপ্টেম্বর কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেয়া শুরু করে কর্তৃপক্ষ। এই দুই পদে নিয়োগের ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। ১৮ বছরের বেশি যেকোনো সুস্থ ভারতীয় নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন।</p> <p>রাজ্যটির এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪টি পদের জন্য মোট ৪ হাজার ৬০৭টি আবেদনপত্র জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে উচ্চশিক্ষায় ডিগ্রিধারীরা। এদের মধ্যে বাতিল করা হয়েছে ৬৭৭ আবেদনপত্র।</p>