<p>বেশ কয়েক বছর ধরে ভারতীয় বিশ্লেষকরা আশঙ্কা করছিল, দেশটিতে বেকারত্ব বাড়তে পারে। সেই আশঙ্কার চিত্র ফুটে উঠেছে তামিলনাড়ুতে। সেখানে ঝাড়ুদার পদে প্রার্থী হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার ইঞ্জিনিয়ার ও এমবিএ পাস।</p> <p>এর আগে দেশটির পশ্চিমবঙ্গে ডোমের জন্য নাম লিখিয়েছিলেন স্নাতকোত্তর পাস করা ছাত্ররা। এবারে তামিলনাড়ুর ওই শহরে ঝাড়ুদারের পদে নিয়োগের জন্য নাম নথিভুক্ত করেছেন ৩ হাজার ৫০০ জন এমবিএ এবং ইঞ্জিনিয়ারিং পাস।</p> <p>শুক্রবার (২৯ নভেম্বর) একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে বলা হযেছে, কোয়েম্বাটুর শহরের ঝাড়ুদারের ১৪টি পদের জন্য ইতিমধ্যে প্রায় ৪০ হাজার নাম জমা পড়েছে। এর মধ্যে একটা বিরাট সংখ্যক উচ্চশিক্ষিত ছাত্র-ছাত্রী।</p>