<p>মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫সি যুদ্ধ বিমান উত্তর সাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটির পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। ব্রিটেনের পূর্ব ইয়র্কশায়ারের ফ্লামবোরো হেডের কাছে অনুশীলনের সময় সোমবার স্থানীয় সময় সকালের দিকে মার্কিন এই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।</p> <p>ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, স্কারবোরোর দক্ষিণের ফ্লামবোরোর কাছে মার্কিন যুদ্ধ বিমান এফ-১৫ বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি।</p> <p>বিমানের ধ্বংসাবশেষ এবং পাইলটকে খুঁজে পেতে সহায়তা করতে ব্রিটেনের উদ্ধার ও তল্লাশি টিমের সদস্যরা কাজ শুরু করেছে। ব্রিডলিংটন কোস্টগার্ড দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরুর তথ্য জানিয়েছে।</p> <p>বিবিসি বলছে, বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। তবে ওই যুদ্ধবিমানে শুধুমাত্র একজন পাইলট ছিলেন বলে মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে।</p> <p>মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ বিমান এফ-১৫সি ইগল সোমবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪০ মিনিটে উত্তর সাগরে বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ল্যাকঅ্যানহিথের ৪৮তম ফাইটার উইংয়ে নিয়োজিত ছিল বিমানটি। নিয়মিত অনুশীলনের সময় বিমানটি বিধ্বস্ত হয়।</p> <p>ব্রিটিশ বিমান বাহিনী এ দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। এ ব্যাপারে আরও তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।</p> <p>সূত্র- ডেইলি মেইল।</p>