ঢাকা, মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫
১৯ ফাল্গুন ১৪৩১, ০৩ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫
১৯ ফাল্গুন ১৪৩১, ০৩ রমজান ১৪৪৬

পাকিস্তানে মাত্র তিন সপ্তাহের গম মজুদ আছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পাকিস্তানে মাত্র তিন সপ্তাহের গম মজুদ আছে

পাকিস্তানে আর মাত্র তিন সপ্তাহের জন্য গমের মজুদ রয়েছে। এ অবস্থায় সে দেশের অর্থমন্ত্রী শওকত তারিন গত সোমবার ছয় মিলিয়ন মেট্রিক টন গমের মজুদ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

পাকিস্তানের জাতীয় মূল্য নিরীক্ষণ কমিটির (এনপিএমসি) বৈঠকে শওকত তারিনকে জানানো হয়েছে, গত সপ্তাহে পাকিস্তানে মোট গম মজুদ ছিল ছয় লাখ ৪৭ হাজার ৬৮৭ মেট্রিক টন। বর্তমানের চাহিদা অনুসারে এই গম আড়াই সপ্তাহ চলতে পারে।

এ বছরের এপ্রিলের শেষে গমের মজুদ তিন লাখ ৮৪ হাজার মেট্রিক টনে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে নতুন গম বাজারে চলে আসার ফলে সেই সঙ্কট আবারো কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

পাঞ্জাবে গমের মজুদ রয়েছে চার লাখ মেট্রিক টনেরও কম, সিন্ধুতে ৫৭ হাজার মেট্রিক টন, খায়বার পাখতুনখাওয়ায় ৫৮ হাজার মেট্রিক টন।

পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানের প্রতিটি এলাকায় স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী।

দ্রুত গম ও চিনি সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন তিনি।

তবে, শুধু দেশের অভ্যন্তরীণ উৎপাদনে এই তাৎক্ষণিক চাহিদা পূরণ করা বেশ কঠিন। ফলে বৈদেশিক চুক্তিভিত্তিক ভাণ্ডার থেকেও গম কিনতে হবে পাকিস্তানকে।

পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বর্তমান পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন।

তাদের দাবি, ইমরান খানের আমলে সব ধরনের খাদ্যদ্রব্যের দাম দ্বিগুণ হয়েছে। সরকারের ভুল খাদ্যনীতি ও কৃষির উন্নতিতে অনীহাকে এর জন্য দায়ী করেন তারা।
সূত্র : এএনআই, ইয়াহু নিউজ

মন্তব্য

সম্পর্কিত খবর

গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন পোপ ফ্রান্সিস, অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকিপূর্ণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন পোপ ফ্রান্সিস, অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকিপূর্ণ
পোপ ফ্রান্সিস। ছবি: এএফপি

বিশ্বব্যাপী কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসীর ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভ্যাটিকানের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়েছে। ফলে চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে। ৮৮ বছর বয়সী এই ধর্মীয় নেতার সুস্থতার জন্য ভ্যাটিকানসহ সারা বিশ্বে প্রার্থনা করা হচ্ছে।

গতকাল সোমবার (৪ মার্চ) পোপ ফ্রান্সিস দুই দফা ‘তীব্র শ্বাসযন্ত্র ব্যর্থতার’ শিকার হন বলে ভ্যাটিকানের বিবৃতিতে জানানো হয়। এর ফলে তার শ্বাস নিতে মারাত্মক সমস্যা তৈরি করে। চিকিৎসকরা তার ফুসফুস থেকে অতিরিক্ত শ্লেষ্মা সরাতে বাধ্য হন। যদিও এই সময় তিনি পুরো সজাগ ছিলেন।

৮৮ বছর বয়সী পোপ তার শ্বাস-প্রশ্বাসে সহায়তা করার জন্য অক্সিজেন মাস্ক এবং ভেন্টিলেটর ব্যবহার পুনরায় শুরু করেছেন।

আরো পড়ুন
হাসপাতাল থেকে ১৩০ আহত পুরুষকে অপহরণ করল ডিআর কঙ্গোর বিদ্রোহীরা

হাসপাতাল থেকে ১৩০ আহত পুরুষকে অপহরণ করল ডিআর কঙ্গোর বিদ্রোহীরা

 

দীর্ঘ ১৮ দিন ধরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তার পূর্ববর্তী শারীরিক অবস্থার কারণে বিষয়টি আরো জটিল হয়ে উঠেছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তৃতীয়বার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। 

ভ্যাটিকান জানিয়েছে, শুক্রবার পোপ ফ্রান্সিস মাঝে মাঝে শ্বাসকষ্টে ভুগছিলেন, যার ফলে বমিও হচ্ছিল।

তিনি অক্সিজেন থেরাপিতে ভালোভাবে সাড়া দিয়েছেন বলে জানা গেছে। ভ্যাটিকান কর্মকর্তারা রবিবার বলেছিলেন, পোপের আর অক্সিজেন মাস্ক এবং ভেন্টিলেটরের প্রয়োজন নেই শুধুমাত্র উচ্চ-প্রবাহ অক্সিজেন থেরাপি চলবে। কিন্তু গতকাল সোমবারের পরে পোপ ফ্রান্সিস পুনরায় সেই যান্ত্রিক বায়ুচলাচলের প্রয়োজন পড়ে। 

পোপ ফ্রান্সিসের অসুস্থতার কারণে এবারের লেন্টের প্রথম দিনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনায় তিনি অংশ নিতে পারবেন না। এই ছয় সপ্তাহব্যাপী লেন্ট ইস্টারের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাথলিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

তার অসুস্থতার কারণে পোপ ফ্রান্সিস টানা তিন সপ্তাহ ধরে ব্যক্তিগতভাবে তার ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাসের প্রার্থনাও করতে পারছেন না।

এদিকে ভ্যাটিকানের বাইরে সেন্ট পিটার্স স্কয়ারে প্রতিদিন শত শত ক্যাথলিক বিশ্বাসী তার সুস্থতার জন্য প্রার্থনায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে অনেকেই একত্রে প্রার্থনা করছেন।

ভ্যাটিকান পোপের লিখিত মন্তব্য প্রকাশ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, রোমে তার হাসপাতালের কক্ষ থেকে পাঠানো লেখাটি ‘গত কয়েকদিনে’ লেখা হয়েছিল। পোপ এতে প্রার্থনার জন্য মানুষকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের যত্নের জন্য তার মেডিকেল টিমকেও ধন্যবাদ জানিয়েছেন।

আরো পড়ুন
‘ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য’

‘ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য’

 

বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা অনুভব করার পর পোপকে গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ব্রঙ্কাইটিসের চিকিৎসা করা হয় এবং তারপর তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। পোপ নিউমোনিয়ার জন্য বিশেষভাবে সংবেদনশীল। পোপ ফ্রান্সিস শৈশবে প্লুরিসি নামক ফুসফুসের এক বিশেষ প্রদাহে আক্রান্ত হয়েছিলেন, যার কারণে তার ফুসফুসের একটি অংশ অপসারণ করা হয়েছিল। এ কারণে তিনি বরাবরই শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকিতে ছিলেন। 

ভ্যাটিকান জানিয়েছে, পোপের অবস্থা জটিল, তিনি বিপদের বাইরে নন। ডাক্তাররা তাই সতর্ক রয়েছেন। বিশ্বব্যাপী তার অনুসারীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। বিশেষ করে রোমে তার চিকিৎসাধীন গেমেলি হাসপাতালে অনেকে ভিড় জমাচ্ছেন।

সূত্র: বিবিসি

মন্তব্য

মার্কিন ৩ সংস্থার ওপর নিষেধাজ্ঞাসহ শুল্ক আরোপ চীনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মার্কিন ৩ সংস্থার ওপর নিষেধাজ্ঞাসহ শুল্ক আরোপ চীনের
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের তিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এর মধ্যে রয়েছে বায়োটেক, বিমান ও সামুদ্রিক প্রকৌশল সংস্থা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর ১৫ শতাংশ ও ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে চীন এই পদক্ষেপ নিয়েছে।

  

বিবিসির খবরে বলা হয়, মার্কিন সংস্থাগুলোর মধ্যে বেইজিং মার্কিন বায়োটেক সংস্থা ইলুমিনিয়াকে চিহ্নিত করে বলেছে যে, তারা ‘চীনা সংস্থাগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা’ গ্রহণ করেছে।

চীন আজ মঙ্গলবার (৪ মার্চ) থেকে ইলুমিনিয়াকে জিন সিকোয়েন্সিং মেশিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং কোম্পানিটিকে তার ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইলুমিনিয়া চীনা সংস্থাগুলোর বৈধ অধিকারকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে।

এদিকে বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের মুরগি, গম, ভুট্টা এবং তুলাসহ বেশ কিছু কৃষি আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

এ ছাড়া সয়াবিন, শুকরের মাংস, গরুর মাংস, ফল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যের মতো অন্যান্য পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই শুল্ক ১০ মার্চ থেকে কার্যকর হবে।

আরো পড়ুন
মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রুডোর

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রুডোর

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয় ১০টি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ এবং ১৫টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে, যা আজ থেকে কার্যকর হবে।

মন্তব্য

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রুডোর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রুডোর
সংগৃহীত ছবি

মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৭ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। খবর রয়টার্সের।

সোমবার এক বিবৃতিতে ট্রুডো বলেন, কানাডা সরকার মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, এবং বাকি ১২৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে। 

তিনি আরো বলেন, মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক বহাল থাকবে।

যদি মার্কিন শুল্ক বন্ধ না হয়, তাহলে আমরা বেশ কয়েকটি অ-শুল্ক ব্যবস্থা গ্রহণের জন্য প্রদেশ এবং অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তা অব্যাহত থাকবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৪ মার্চ) থেকে কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দেওয়ার পরই এই পদক্ষেপ নিলেন ট্রুডো। 

মন্তব্য

হাসপাতাল থেকে ১৩০ আহত পুরুষকে অপহরণ করল ডিআর কঙ্গোর বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাসপাতাল থেকে ১৩০ আহত পুরুষকে অপহরণ করল ডিআর কঙ্গোর বিদ্রোহীরা
ছবিসূত্র: এএফপি

পূর্ব কঙ্গোতে আক্রমণ শুরু করা রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা গত সপ্তাহে গোমা শহরের দুটি হাসপাতাল থেকে কমপক্ষে ১৩০ জন অসুস্থ ও আহত পুরুষকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল সোমবার জাতিসংঘ এই তথ্য জানিয়েছে।  

জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে বলেছেন, এম২৩ যোদ্ধারা গত ২৮ ফেব্রুয়ারি রাতে দুটি হাসপাতালে অভিযান চালায়। একটি হাসপাতাল থেকে ১১৬ এবং অন্যটি থেকে ১৫ জন রোগীকে ধরে নিয়ে যায়।

সন্দেহ করা হচ্ছে, অপহৃত ব্যক্তিরা ডিআর কঙ্গোর সেনা অথবা ওয়াজালেন্দো নামে পরিচিত সরকারপন্থী মিলিশিয়ার সদস্য।

রাভিনা শামদাসানি বলেছেন, ‘এম২৩ সমন্বিত অভিযান চালিয়ে রোগীদের হাসপাতালের বিছানা থেকে ছিনিয়ে নিচ্ছে এবং অজ্ঞাত স্থানে আটকে রাখছে, এটা অত্যন্ত দুঃখজনক।’ তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তিনি। এম২৩ মুখপাত্র উইলি এনগোমা এবং লরেন্স কানিউকা কিংস্টন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

আরো পড়ুন
সুদানে বিস্ময়কর যৌন সহিংসতা, ধর্ষণের শিকার ১ বছরের শিশুও

সুদানে বিস্ময়কর যৌন সহিংসতা, ধর্ষণের শিকার ১ বছরের শিশুও

 

তুতসি-নেতৃত্বাধীন এম২৩ জানুয়ারির শেষের দিকে গোমা শহরে অভিযান চালায় এবং তারপর থেকে পূর্ব কঙ্গোতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করে এবং গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে মূল্যবান খনিজ পদার্থ নিজেদের অধীনে নিয়ে আসে।

ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া তাদের চলমান অগ্রযাত্রা ইতিমধ্যেই কঙ্গোতে ১৯৯৪ সালের রুয়ান্ডার গণহত্যা এবং কঙ্গোর বিশাল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের সবচেয়ে ভয়াবহ চিত্র। ডিআর কঙ্গো, জাতিসংঘের বিশেষজ্ঞ এবং পশ্চিমা শক্তিগুলো রুয়ান্ডাকে এই গোষ্ঠীকে সমর্থন করার জন্য অভিযুক্ত করেছে।

আরো পড়ুন
ট্রাম্পের প্রতি বেশির ভাগ জনসাধারণের মনোভাব কেমন, যা জানা গেল

ট্রাম্পের প্রতি বেশির ভাগ জনসাধারণের মনোভাব কেমন, যা জানা গেল

 

তবে রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছ এবং বলেছে, তারা কঙ্গোতে তুতসিদের হত্যা ও রুয়ান্ডাকে হুমকি দেওয়ার জন্য জাতিগত হুতু-নেতৃত্বাধীন মিলিশিয়া থেকে নিজেদের রক্ষা করছে।

সরকারের মতে, গত জানুয়ারি থেকে পূর্ব কঙ্গোতে প্রায় ৭ হাজার মানুষ নিহত হয়েছে এবং যুদ্ধে ৯০টি বাস্তুচ্যুত শিবির ধ্বংস হওয়ার পর প্রায় ৫ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর দুটি প্রধান শহর, গোমা এবং বুকাভু দখল করেছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য

সর্বশেষ সংবাদ