<p>চীনে পাচারচেষ্টার সময় এক যুবকের ট্রাউজারের পকেটে ১০০টিরও বেশি জীবিত সাপ পাওয়া গেছে। ওই যুবক সাপগুলো চীনে পাচারের চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>চীনের কাস্টমস কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, নাম প্রকাশ না করা ওই যুবক হংকং থেকে শেনজেন সীমান্ত দিয়ে চীনের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু কাস্টমস কর্মকর্তারা তাকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার ট্রাউজারের পকেটে থাকা টেপ পেঁচানো ছয়টি ব্যাগে বিভিন্ন জাত, আকৃতি ও বর্ণের সাপ পাওয়া যায়।</p> <p>কাস্টমস কর্তৃপক্ষ বিবৃতিতে আরো জানিয়েছে, কর্মকর্তারা ওই যুবকের কাছ থেকে ১০৪টি সাপ উদ্ধার করেছেন। এ গুলোর মধ্যে দুধের সাপ ও ভুট্টার সাপও ছিল। এসব জাত ও বর্ণের সাপ সাধারণত চীনে পাওয়া যায় না।</p> <p>গণমাধ্যমটি জানায়, এক ভিডিওতে দেখা গেছে কর্মকর্তারা একটি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে করে লাল, গোলাপি, সাদাসহ নানা বর্ণের সাপগুলো নিয়ে যাচ্ছেন।</p> <p>প্রতিবেদন অনুসারে, চীন বিশ্বের বৃহত্তম পশুপাচার কেন্দ্রগুলোর একটি। তবে সাম্প্রতিক সময়ে এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে দেশটি।</p> <p>চীনের জৈব নিরাপত্তা ও রোগ নিয়ন্ত্রণ আইন অনুসারে, অনুমতি ছাড়া বিদেশি প্রজাতির পশুপাখি আনা যাবে না। যারা এ আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই যুবকের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা জানায়নি কাস্টমস কর্তৃপক্ষ।</p>