<p><br /> সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। এ পরিস্থিতিতে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কাতে আরো ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আরব-আমিরত ভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) গালফ নিউজের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।   </p> <p>এর আগে দেশটির আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করে। এতে তায়েফ, আরদিয়াত, আদহাম, বনি ইয়াজিদ ও মায়সান এলাকায় ভারী বৃষ্টির কথা বলা হয়।</p> <p><iframe frameborder="0" height="380" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://twitframe.com/show?url=https://twitter.com/News_Almadinah/status/1826651555128640001" width="380"></iframe></p> <p>আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন,  জিঝান এবং আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে। অনেক স্থানে ভারি বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।</p> <p> </p> <p> </p>