<p>ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপির পর্ব শেষ করেছেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। গতকাল সোমবার তিনি নিজেই এই খবর জানান। কেটের স্বাস্থ্যের সর্বশেষ আপডেটটি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে একটি ইতিবাচক বার্তা পাঠালেও সুস্থ হতে তার এখনো অনেক পথ বাকি রয়ে গেছে। কেনসিংটন প্যালেস ইঙ্গিত দিয়েছে, কেট ক্যান্সারমুক্ত কি না, তা এখনই বলা সম্ভব নয়। </p> <p>উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী ৪২ বছর বয়সী কেট গত জানুয়ারি মাসে পেটে বড় ধরনের অস্ত্রোপচার করিয়েছিলেন। এর পরেই সামনে আসে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি। এরপর গেল মার্চে ক্যান্সারচিকিৎসা নেওয়ার কথা প্রকাশ করেন কেট।</p> <p>গতকাল সোমবার কেট সম্পর্কে একটি ভিডিও আপডেট প্রকাশ পেয়েছে। সেখানে কেট বলেন, ‘কেমোথেরাপির চিকিৎসা শেষ করা কতটা স্বস্তির বিষয় আমি আপনাদের বলে প্রকাশ করতে পারব না।’</p> <p>তিনি আরো বলেন, ‘গত ৯ মাস আমার পরিবারের জন্য অবিশ্বাস্যভাবে একটি কঠিন সময় ছিল। জীবনকে আপনি যেমন জানেন তা হুট করে পরিবর্তন হয়ে যেতে পারে। পরিবর্তনের এই ঝড় এবং অজানা এই রাস্তা পাড়ি দিতে আমাদের বিভিন্ন উপায় খুঁজে বের করতে হয়েছে।’</p> <p>গত মাসে পূর্ব ইংল্যান্ডের নরফোকে শুট করা ভিডিওটিতে রাজকুমারীকে ভালো এবং সুস্থই দেখাচ্ছিল। ছবিতে দেখা যাচ্ছে, পুরো পরিবার জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের হাতে ক্রিকেট ব্যাট এবং বল। অন্য ফুটেজে দেখা যাচ্ছে, তাদের কনিষ্ঠ পুত্র লুইকে দোলনায় তুলে তাকে দোল দিচ্ছে। </p> <p>এখন কিভাবে বাকি জীবন ক্যান্সারমুক্ত থাকা যায় তার ওপর নজর রাখবেন ব্রিটিশ এই রাজবধূ। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষদিকে খুব অল্পসংখ্যক অনুষ্ঠানে হাজির হতে পারেন কেট। তিনি বলেন, ‘ক্যান্সারমুক্ত থাকার জন্য আমি যা করতে পারি তা-ই করব। যদিও আমি কেমোথেরাপি শেষ করেছি, তবুও সম্পূর্ণ সুস্থ হতে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমাকে প্রতিটি দিনকে নতুন করে নিতে হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘সুস্থ হওয়ার নতুন পর্বে প্রবেশের আশায় আছি। যারা ক্যান্সারের যাত্রা চালিয়ে যাচ্ছেন, আমি আপনার সঙ্গে এবং পাশাপাশি হাতে হাত রেখে অবস্থান করছি। অন্ধকার থেকে আলো আসতে পারে, তাই সেই আলো উজ্জ্বল হয়ে উঠুক।’ এখন কিভাবে বাকি জীবন ক্যান্সারমুক্ত থাকা যায়, সেটির ওপর নজর রাখবেন ব্রিটিশ এই রাজবধূ।</p> <p>ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষদিকে খুব অল্পসংখ্যক অনুষ্ঠানে হাজির হতে পারেন কেট। তবে রাজপ্রাসাদ সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে, কেটের সুস্থ হতে আরো অনেক পথ বাকি। আগামী কয়েক মাস তিনি তার স্বাস্থ্যের ওপরই সবচেয়ে বেশি মনোযোগ দেবেন।</p> <p>সূত্র : রয়টার্স</p>