<p>ছয় মাস কারাগারে থেকে জামিনের দুই দিন পর পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার (১৫ সেপ্টেম্বর) এক পার্টি সভায় তিনি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>কেজরিওয়াল বলেন, ‘দুই দিনের মধ্যে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব। জনগণ তাদের রায় দেবে, তার আগে আমি ওই চেয়ারে বসব না। দিল্লির নির্বাচন মাসখানেক দূরে। আমি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের আদালত থেকে ন্যায়বিচার পাব। জনগণের আদেশের পরই আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।’</p> <p>এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির হরিশ খুরানা। তিনি প্রশ্ন করেন, ‘কেন এ ধরনের নাটক করা হচ্ছে, ৪৮ ঘণ্টা পরে কেন? আজই পদত্যাগ করা উচিত ছিল। অতীতেও এমন হয়েছে। দিল্লির জনগণ প্রশ্ন করছে, তিনি সেক্রেটারিয়েটে যেতে পারেন না, নথিতে স্বাক্ষর করতে পারেন না? তাহলে লাভ কী?’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজেপিকে হারাতে জোট গঠনের আহ্বান রাহুলের, আপের প্রতিক্রিয়া কী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/03/1725362724-882d13296c9ca4582e5ae3062e8746cb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজেপিকে হারাতে জোট গঠনের আহ্বান রাহুলের, আপের প্রতিক্রিয়া কী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/03/1421679" target="_blank"> </a></div> </div> <p>কেজরিওয়াল দিল্লির জনগণকে প্রশ্ন করেন, ‘কেজরিওয়াল নির্দোষ না দোষী? আমি যদি কাজ করে থাকি, আমাকে ভোট দিন।’ </p> <p>তিনি জানান, পরবর্তী দুই দিনের মধ্যে এএপি বিধায়কদের একটি বৈঠক হবে, যাতে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। তার পদত্যাগের পর পার্টির একজন সদস্য নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন। তিনি জনগণের কাছে গিয়ে তাদের জন্য সমর্থন চাইবেন। </p> <p>এ ছাড়া ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য দিল্লির নির্বাচন নভেম্বর মাসের মহারাষ্ট্র নির্বাচনের সঙ্গে হওয়ার দাবি করেন কেজরিওয়াল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেজরিওয়ালের জামিনে মুক্তি স্থগিত দিল্লি হাইকোর্টে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/21/1718990192-89a02fa029a7f6a38d8f83ea52306b57.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেজরিওয়ালের জামিনে মুক্তি স্থগিত দিল্লি হাইকোর্টে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/deshe-deshe/2024/06/22/1399260" target="_blank"> </a></div> </div> <p>এএপি কর্মীদের প্রতি ভাষণে কেজরিওয়াল নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি মোদি সরকারের শাসনকে ব্রিটিশ শাসনের চেয়েও স্বৈরাচারী বলে অভিহিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি, কারণ তিনি গণতন্ত্র রক্ষা করতে চেয়েছিলেন। বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা হলেও পদত্যাগ না করার আহ্বান জানান তিনি।</p> <p>কেজরিওয়াল জানান, তিনি সম্প্রতি সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। সিসোদিয়া সম্প্রতি দিল্লির বাতিল হওয়া মদনীতি সংক্রান্ত দুর্নীতির মামলার কারণে জামিন পেয়েছেন।</p> <p>কেজরিওয়াল বলেন, ‘আমি মণীশের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে জনগণ আমাদের সততা নিশ্চিত করলে তিনি পদটি সামলাবেন। আমার ও সিসোদিয়ার ভাগ্য এখন আপনার হাতে।’</p> <p>অপরদিকে বিজেপি আগাম নির্বাচনের জন্য প্রস্তুত কি না জানতে চাইলে খুরানা বলেন, ‘আমরা প্রস্তুত, আজ হোক বা কাল। ২৫ বছর পর দিল্লিতে আমরা ক্ষমতায় ফিরব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দিল্লি সফর শেষে ঢাকায় আসছেন ডোনাল্ড লু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/13/1726232983-c383f27d925789478b09d26dc834e277.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দিল্লি সফর শেষে ঢাকায় আসছেন ডোনাল্ড লু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/13/1425082" target="_blank"> </a></div> </div> <p>কেজরিওয়ালের পদত্যাগকে স্বাগত জানিয়ে দিল্লি কংগ্রেসপ্রধান দেবেন্দ্র যাদব বলেন, ‘এটি দেরিতে হলেও ভালো হয়েছে। যখন দিল্লি বন্যা ও পানীয় জলের সংকটে ছিল, তখন যদি পদত্যাগ করতেন, তা হলে ভালো হতো। আশা করি দিল্লি শীঘ্রই নতুন মুখ্যমন্ত্রী পাবে, যিনি অফিসে যেতে পারবেন এবং ফাইল স্বাক্ষর করতে পারবেন।’</p> <p>সূত্র : এনডিটিভি</p>