<p>সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতবিরোধী পোস্ট করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। সেই সঙ্গে বাতিল করা হয় তার ভিসাও। এরপর স্থানীয় সময় রবিবার সন্ধ্যায়ই দেশে ফেরাত পাঠানো হয় তাকে। দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>প্রতিবেদন থেকে জানা যায়, ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর। আপৎকালীন চিকিৎসা ভিসা নিয়ে ভারতে গিয়েছিলেন তিনি। সে দেশে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতবিরোধী একাধিক পোস্ট করেন তিনি। এর পরই তাকে আটক করে পুলিশ। পরে তার ভিসা বাতিল করে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতবিরোধী পোস্টে সমর্থন, দেশে ফিরে আসতে হলো বাংলাদেশি ছাত্রীকে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/27/1724755534-2542e47a0c3ebec7134944f771b4ad86.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতবিরোধী পোস্টে সমর্থন, দেশে ফিরে আসতে হলো বাংলাদেশি ছাত্রীকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/08/27/1419321" target="_blank"> </a></div> </div> <p>ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা। গত ৩ সেপ্টেম্বর চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতবিরোধী একাধিক পোস্ট করেন। তার অধিকাংশ পোস্ট ছিল বিদ্বেষপূর্ণ ও উসকানিমূলক। পোস্টগুলো ছড়িয়ে পড়তেই অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে মুর্শিদাবাদ থেকে আটক করে স্থানীয় পুলিশ।</p> <p>আনন্দবাজার জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর অভিযুক্তকে কালো তালিকাভুক্ত করেছে ভারত সরকার। তার ভিসা বাতিল করে রবিবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে আর কোনো দিনই ভারতে যেতে পারবেন না তিনি।</p>