<p>ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করে ন্যাশনাল রাইট পার্টির নেতা গিডিওন সাআরকে নিয়োগের পরিকল্পনা করছেন। ইসরায়েলি গণমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।</p> <p>অন্যদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে আন্ত সীমান্ত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সরকারের কৌশল নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। গ্যালান্ট কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাসের পক্ষে থাকলেও নেতানিয়াহু বড় ধরনের সামরিক অভিযান চালানোর পক্ষে জোর দিচ্ছেন।</p> <p>ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ‘গ্যালান্টকে প্রতিস্থাপনের জন্য নেতানিয়াহুর দল ও সাআরের মধ্যে আলোচনা চলছে।’ তবে নেতানিয়াহুর লিকুদ দলের সূত্র জানিয়েছে, এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।</p> <p>সাআর আগে লিকুদ দলের সদস্য ছিলেন। ২০২০ সালে নেতানিয়াহুর থেকে আলাদা হয়ে নিজের দল প্রতিষ্ঠা করেন এবং ইসরায়েলি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ফের আবির্ভূত হন। গ্যালান্টকে নেতানিয়াহুর ডানপন্থী মিত্রদের, বিশেষ করে চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের সমালোচনার মুখে পড়তে হয়েছে।</p> <p>বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘আমি বহু মাস ধরে গ্যালান্টকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানাচ্ছি। এখনই তা করার সময় এসেছে। উত্তরাঞ্চলের বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং গ্যালান্ট এই পদে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন।’</p> <p>উল্লেখ্য, সাআরের সম্ভাব্য ইসরায়েলি সরকারে প্রবেশ লেবানন ও গাজা সংঘাতের ক্ষেত্রে নতুন কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।</p> <p>সূত্র : মিডল ইস্ট মনিটর</p>