<p style="text-align:justify">ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ভূমিকম্পে কেঁপে উঠেছে। কম্পনের উৎসস্থল ছিল ডোডা জেলার গুন্ডো। আজ রবিবার সকাল ৬টার দিকে ডোডা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়। এতে করে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="লেবানন থেকে বাংলাদেশে ফিরতে যে নির্দেশনা দিল দূতাবাস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728806707-2f1260d0365e4b9f93f3493b3444d38d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">লেবানন থেকে বাংলাদেশে ফিরতে যে নির্দেশনা দিল দূতাবাস</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/13/1434687" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। </p> <p style="text-align:justify">স্থানীয় প্রশাসন জানিয়েছে, কম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। অন্যদিকে আসামেও কম্পন অনুভূত হয়েছে। এ রাজ্যে কম্পনের মাত্রা ছিল ৪.৬।</p> <p style="text-align:justify">শনিবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শিমলায় কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। এই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।</p> <p style="text-align:justify">গত আগস্টে পরপর কয়েকটি ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর। সেবার বারামুলা ও কুপওয়ারাতেই কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের উৎসস্থল ছিল বারামুলা থেকে ৭৪ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার দূরে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="যোগ দিতে পারবেন না পলাতক পুলিশ সদস্যরা, চলছে মামলার প্রস্তুতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728807313-d59c5b66f4b17b766f07a86ddc7878bd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">যোগ দিতে পারবেন না পলাতক পুলিশ সদস্যরা, চলছে মামলার প্রস্তুতি</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/13/1434689" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">সাত মিনিটের মধ্যে বারামুলা ও কুপওয়ারা জেলা পরপর দুবার কেঁপে ওঠে। প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৮।</p> <p style="text-align:justify">সূত্র : <strong>আনন্দবাজার</strong></p>