<p>আলবেনিয়ার উত্তারাঞ্চলের একটি ক্যাম্প থেকে অভিবাসনপ্রত্যাশীদের একটি দলকে ইতালিতে ফেরত আনার নির্দেশ দিয়েছেন রোমের একটি আদালত। নিজ দেশে ফেরত পাঠাতে যে ১২ জন অভিবাসনপ্রত্যাশীকে উত্তরাঞ্চলের একটি ক্যাম্পে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে ১০ জন বাংলাদেশি ও দুজন মিসরের।</p> <p>শুক্রবার (১৮ অক্টোবর) রোমের বিচারকরা সিদ্ধান্ত নিয়েছেন যে অভিবাসীদের ইতালিতে ফেরত পাঠানো উচিত, যদিও তাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করা হয়েছে।</p> <p>রোমের আদালত বলেছেন, ইতালিতে তাদের ফিরিয়ে আনা উচিত, কারণ আদালতের মতে এসব অভিবাসনপ্রত্যাশী এমন দেশ থেকে এসেছেন, যেখানে ফেরাটা তাদের জন্য নিরাপদ নয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাশিয়ার শস্য রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৩০.৮ মিলিয়ন টন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729331521-9c34a5aa1bb6aeee740d1d4d60f91a1a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাশিয়ার শস্য রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৩০.৮ মিলিয়ন টন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/19/1436786" target="_blank"> </a></div> </div> <p>এর ফলে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোয় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পাঁচ বছরের যে চুক্তি করেছিলেন তা একটি বড় বাধার মুখে পড়ল। ইতালি সরকার বলেছে, তারা আদালতের রায়কে চ্যালেঞ্জ করবে।</p> <p>প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলছেন, ‘কোন দেশ নিরাপদ কি না, এটি আদালতের বলবার বিষয় নয়, এটা সরকারের বিষয়।’ তিনি সোমবার (২১ অক্টোবর) এ নিয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গণফোরামের সঙ্গে বৈঠকে ড. ইউনূস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729330662-9044295f5f8819e0346c6e24986c84d4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গণফোরামের সঙ্গে বৈঠকে ড. ইউনূস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/19/1436783" target="_blank"> </a></div> </div> <p>যদিও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ভূমধ্যসাগর দিয়ে অবৈধ অভিবাসন চলতি বছর ৬৪ শতাংশ কমেছে। ইউরোপজুড়ে সরকারগুলো এ ধরনের অভিবাসীর সংখ্যা কমাতে চাপের মুখে আছে।</p> <p>সম্প্রতি লিবিয়া থেকে ইতালি যাবার পথে ৮৫ জনের একটি দলকে সাগর থেকে উদ্ধার করা হয়। এর মধ্যে ১০ জন বাংলাদেশি ও ছয়জন মিসর থেকে লিবিয়া হয়ে গিয়েছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ : আসিফ মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729329886-1c2c0fd19022ce8bb0504cb2031ba513.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ : আসিফ মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/19/1436779" target="_blank"> </a></div> </div> <p>ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদজি বলেছেন, সরকার এর বিরুদ্ধে আপিল করবে এবং তার মতে ইতালির ‘অভিবাসী শিবির পরিকল্পনা’ দুই বছরের মধ্যে ইউরোপিয়ান আইনে পরিণত হবে।</p> <p>সূত্র : বিবিসি বাংলা</p>