<p>মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্য ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাংবাদিকদের জন্য অন্যতম প্রাণঘাতী দেশ হিসেবে মেক্সিকো প্রেস ফ্রিডম গ্রুপের তালিকায় স্থান পেয়েছে।</p> <p>বুধবার বিকেলে পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমায় এক মেক্সিকান সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই নারী সংবাদিকের নাম প্যাট্রিসিয়া রামিরেজ। তিনি প্যাটি বুনবারি নামেও পরিচত। তাকে স্থানীয় সময় বিকেলে কোলিমা রাজ্যে গুলি করে হত্যা করা হয়। প্যাটি বুনবারি বিনোদন প্রতিবেদক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।</p> <p>এর আগে মঙ্গলবার গভীর রাতে একটি অনলাইন সংবাদপত্রের প্রধানকে গুলি করে হত্যা করা হয়। নিহত ক্রুজের সংবাদ মাধ্যম মিনুতোএকিসমিনুতো মিচোয়াকান তাদের ফেইসবুক পেইজে মৃত্যুর কয়েক মিনিট আগে ধারণ করা এই সাংবাদিকের একটি ভিডিও পোস্ট করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।</p> <p>রাজ্যের কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, অনলাইন সংবাদপত্রের প্রধান মাউরিসিও ক্রুজকে হত্যা করা হয় পশ্চিমাঞ্চলের সহিংসতা কবলিত রাজ্য মিচোয়াকানের উরুয়াপান শহরে। অন্য আরো একজন ব্যক্তি আহত হয়েছেন। তবে প্রসিকিউটর শনাক্ত করতে পারেনি। উরুয়াপান শহরটি বহু অপরাধের জন্য পরিচিত। চলতি মাসের শুরুতে ক্লাউদিয়া শেইনবাউম মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এগুলোই প্রথম সাংবাদিক হত্যার ঘটনা।</p> <p>সূত্র: রয়টার্স</p>