<p>যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতে নিরাপত্তা রেলিং পেরিয়ে নিচে পড়ে গিয়েছিলেন একজন মা ও তার দুই সন্তান। পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ওই তিনজনেরই মৃত্যু হয়েছে। দুই সন্তানের মধ্যে একজন মাত্র পাঁচ মাস বয়সি শিশু। তবে নিউ ইয়র্ক পুলিশ বলছে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ‘ইচ্ছাকৃত’। </p> <p>নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম চিয়ান্তি মিন্স (৩৩)। ছেলে ও মেয়েকে নিয়ে গত সোমবার (২৮ অক্টোবর) রাতে তিনি নিরাপত্তা রেলিং অতিক্রম করে আইল্যান্ডের কাছে জলপ্রপাতের দিকে এগিয়ে যান। </p> <p>পুলিশ জানিয়েছে, সোমবার রাতে লুনা দ্বীপের গার্ডেলের ওপর থেকে জলপ্রপাতটির ২০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছেন চিয়ান্তি মিন্স। লুনা দ্বীপে নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। এটি নিউ ইয়র্কের নায়াগ্রা জলপ্রপাতের ওপর অবস্থিত জনপ্রিয় স্থান।</p> <p>পুলিশ ঘটনার দিন রাত ৯টার দিকে জানায়, ‘তদন্তকারীরা ধারণা করছেন, ওই মা তার দুই সন্তানসহ ইচ্ছাকৃতভাবে জলপ্রপাতে ঝাঁপ দিয়েছিলেন।’ নিউ ইয়র্ক স্টেট ট্রুপার জেমস ও’ক্যালাগানের মতে, তদন্তকারীরা ঘটনার পেছনের কারণ বোঝার জন্য বেশ কিছুদিন সময় নিয়েছেন। জলপ্রপাত এলাকায় ‘অনেক নিরাপত্তাব্যবস্থা’ রয়েছে। এখানে দুর্ঘটনার আশঙ্কা প্রায় নেই।</p> <p>গত বুধবার পর্যন্ত উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করতে পারেননি। তবে ওই নারীর এমন সিদ্ধান্তের সঠিক কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। চিয়ান্তি মিন্সের দুই সন্তানের মধ্যে রোমান রসম্যানের বয়স ৯ বছর আর মেকার বয়স মাত্র পাঁচ মাস। তারা নায়াগ্রা জলপ্রপাত এলাকার বাসিন্দা ছিল।   </p> <p>চিয়ান্তি মিন্স পারিবারিক সহিংসতার একজন পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। তিনি বাফেলোর একটি স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ফেসবুকে তার বন্ধু কায়শাওনা মরগান লিখেছেন, ‘এ ঘটনা শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গেছি। সারা রাত ঘুমাতে পারিনি।’ <br /> মিস মলিনা নামে আরেকজন লিখেছেন, ‘আপনি এবং আপনার সন্তানরা আমার কাছে অনেক প্রিয় ছিলেন। এ ঘটনা শোনার পর আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তা বলে বোঝানো সম্ভব না।’</p> <p>লুনা দ্বীপের ওপর দিয়ে যাওয়া নায়াগ্রা জলপ্রপাতটি নিউ ইয়র্কের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এলাকাটি নিউ ইয়র্ক স্টেট অফিস অব পার্কস অ্যান্ড রিক্রিয়েশন দ্বারা পরিচালিত হয় এবং সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা দর্শকদের জন্য খোলা থাকে। রাষ্ট্রীয় সংস্থা অনুসারে প্রতিবছর আট মিলিয়নেরও বেশি লোক এই পার্কে আসেন। </p> <p>সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই ঘটনা ছিল সর্বশেষ ট্র্যাজেডি। এর আগেও ২০২৩ সালে এক নারী তার ছেলেকে নিয়ে জলপ্রপাতটিতে ঝাঁপ দিয়েছিলেন। তবে উদ্ধারকারীরা পাঁচ বছরের শিশুটিকে বাঁচাতে সক্ষম হলেও ওই নারীকে বাঁচানো যায়নি।</p> <p>সূত্র : নিউ ইয়র্ক পোস্ট</p>