<p>লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের ঘনবসতিপূর্ণ এলাকা হারেত সাইদায় রবিবার ইসরায়েল হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত এবং ৯ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই হামলার আগে কোনো ইসরায়েলি সর্তকবার্তা দেওয়া হয়নি।</p> <p>একই দিনে সিডনের দক্ষিণে অবস্থিত গাজিয়েহ শহরে আরেকটি ইসরায়েলি হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। একই সঙ্গে এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, এই হামলা একটি আবাসিক ভবনে আঘাত হানে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলায় হতাহতের কোনো সংখ্যা জানায়নি।</p> <p>এ ছাড়া দক্ষিণ লেবাননের বিনত জেবিল জেলার টেবনিন শহরের একটি সরকারি হাসপাতালের কাছেও একাধিক ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এই এলাকায় ইসরায়েলি হামলা আগেও ঘটেছে।</p> <p>সর্বশেষ হামলাগুলোর ফলে হাসপাতালের ভবনে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন টেবনিনের মেয়র নাবিল ফাওয়াজ। তিনি বলেন, ‘এই ক্ষতির ফলে হাসপাতালটি সেবা দেওয়ার অযোগ্য হয়ে পড়তে পারে। তবে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।’</p> <p>দক্ষিণ লেবাননে রবিবার এই হামলাগুলো কোনো সতর্কবার্তা ছাড়াই চালানো হয়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী রবিবার পূর্ব বালবেক অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। কেননা সেখানে তাদের হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।</p> <p>এক বছর ধরে চলা আন্ত সীমান্ত সংঘর্ষের পর চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবানন, বৈরুত ও পূর্ব বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিগুলিতে ইসরায়েল বিমান হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর এক সপ্তাহ পর তারা দক্ষিণ লেবাননে স্থল বাহিনীও পাঠিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই যুদ্ধে লেবাননে এখন পর্যন্ত এক হাজার ৯৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যদিও তথ্যের সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।</p> <p>সূত্র : এএফপি</p>