<p>মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ১৭৮ ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ৯১টি ভোট। এদিকে লিঙ্গভিত্তিক সমর্থন নিয়েও অনেক আলোচনা হয়েছে।</p> <p>বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নারীরা ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে ৫৪ শতাংশ সমর্থন দিচ্ছেন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প নারীদের ভোট পাচ্ছেন ৪৪ শতাংশ। এ থেকে দেখা যাচ্ছে যে নারী ভোটের দিক থেকে হ্যারিস এগিয়ে থাকলেও ব্যবধান খুব বড় নয়। </p> <p>এ থেকে দেখা যাচ্ছে, নারী ভোটের দিক থেকে হ্যারিস এগিয়ে থাকলেও ব্যবধান খুব বড় নয়। তবে এর আগে ২০২০ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্টকে ৫৭ শতাংশ নারী ভোট দিয়েছিলেন। জাতীয় এক্সিট পোলের তথ্য প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তবে এটি চূড়ান্ত নয়। </p> <p>এর বাইরে জাতিগত ভিত্তিতে শ্বেতাঙ্গদের ভোটে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে, আর কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে হ্যারিস এগিয়ে। হ্যারিস হিস্পানিক ভোটারদের মধ্যেও এগিয়ে আছেন। সেই সঙ্গে কলেজ পড়ুয়া ও তরুণ ভোটারদের দিক থেকেও হ্যারিসের পাল্লা ভারী।</p> <p>এদিকে মার্কিন নির্বাচন শেষে গণনা শুরু হয়। খবর অনুসারে সুইং (দোদুল্যমান) স্টেটগুলোতে  লড়াইয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কমলার পরেই।  </p> <p>যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পূর্বাভাসে বিশ্ব শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। বুধবার সকালে জাপান এবং অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ারসূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। অন্যদিকে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে নিবিড়ভাবে নজর রাখায় প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মানও বৃদ্ধি পেয়েছে।</p> <p>সূত্র : বিবিসি</p>