<p>ডোনাল্ড ট্রাম্প বুধবার নিজেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছেন এবং ফ্লোরিডায় তার ওয়াচ পার্টিতে সমর্থকদের উদ্দেশে দীর্ঘ এক ভাষণ দিয়েছেন। ট্রাম্প জানান, তিনি একটি শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ আমেরিকা তৈরি না পর্যন্ত বিশ্রাম নেবেন না।</p> <p>ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে সমর্থকদের সামনে দেওয়া ভাষণে বলেন, ‘প্রতিটি দিন আমার শরীরের সব শক্তি দিয়ে আপনাদের জন্য লড়াই করব।’ </p> <p>ট্রাম্প যখন ভাষণ দিতে মঞ্চে ওঠেন, তখন দেশের প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো তাকে গুরুত্বপূর্ণ জর্জিয়া, নর্থ ক্যালিফোর্নিয়া ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। এর ফলে ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট গিয়ে দাঁড়ায় ২৬৭-এ, অর্থাৎ চূড়ান্ত বিজয়ের জন্য তার আর মাত্র তিনটি প্রয়োজন। তার প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সর্বশেষ ঘোষণায় মিনেসোটা অঙ্গরাজ্যে জয়লাভ করে ২২৪টি ইলেকটোরাল ভোট।</p> <p>ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার গুরুত্বপূর্ণ কিছু অংশ :</p> <p><strong>ভোটারদের প্রতি ধন্যবাদ</strong><br /> ‘আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই, তারা আমাকে তাদের ৪৭তম প্রেসিডেন্ট ও ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে অসাধারণ সম্মান দিয়েছেন।’</p> <p><strong>পপুলার ভোটে জয়</strong><br /> ভোট এখনো গণনা করা হচ্ছে, তবে ট্রাম্প মনে করছেন, এই নির্বাচনে পপুলার ভোটের অধিকাংশই পেতে যাচ্ছেন তিনি। তিনি বলেছেন, ‘আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’</p> <p><strong>জে ডি ভ্যান্স ‘ভালো চয়েস’</strong><br /> ট্রাম্প তার রানিং মেট জে ডি ভ্যান্সের প্রশংসা করেছেন। ভ্যান্স তার বক্তৃতায় বলেছেন, ট্রাম্প ‘মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রত্যাবর্তনে’ সফল হয়েছেন।</p> <p><strong>ইলন মাস্ক ‘স্টার’</strong><br /> ট্রাম্প তার বক্তৃতার একটি অংশ ইলন মাস্ককে উৎসর্গ করেন, যেখানে ট্রাম্প তাকে ‘অসাধারণ ব্যক্তি’ ও ‘স্টার’ বা তারকা হিসেবে বর্ণনা করেন।</p> <p><strong>আর এফ কে জুনিয়র ‘আমেরিকাকে আবার সুস্থ করবে’</strong><br /> সাবেক স্বাধীন প্রেসিডেন্ট প্রার্থী ও ভ্যাকসিন সম্পর্কে ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বগুলোর সমর্থক রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিজের প্রশাসনে স্বাস্থ্য সম্পর্কিত কোনো দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত আগস্ট মাসে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে এসে ট্রাম্পকে সমর্থন দেন কেনেডি।</p> <p>সূত্র : বিবিসি, ভয়েস অব আমেরিকা</p>