<p>ভিয়েতনামে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পর দুই পাইলট নিখোঁজ রয়েছেন। মন্ত্রণালয় বলেছে, পাইলটরা বিমান থেকে প্যারাসুটের সাহায্যে বের হয়ে যেতে সক্ষম হয়েছিল। তবে তারা নিঁখোজ রয়েছেন। বিমান বাহিনী আকাশ ও স্থল উভয় স্থানে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে।</p> <p>ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে মধ্য প্রদেশে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি রাশিয়ান তৈরি ইয়াক-১৩০। ঘটনার সময় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের চেষ্টা করছিলেন পাইলটরা, তখনই দুর্ঘটনাটি ঘটেছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে।</p> <p>দেশটির মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘ল্যান্ডিং গিয়ারে সমস্যা এবং পাইলটদের নেওয়া জরুরি ব্যবস্থাও সফল হয়নি।’ গত বছরও প্রশিক্ষণের সময় স্থানীয় বিমানবন্দরে রাশিয়ার তৈরি এসইউ-২২ জেট বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন। ভিয়েতনাম সামরিক পণ্যের জন্য রাশিয়ার ওপর বেশি নির্ভর করে। </p> <p>সূত্র: রয়টার্স</p>