<p style="text-align:justify">যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে দুই দেশের সম্পর্ককে নতুন করে মেরামতের সুযোগ হিসেবে দেখছে রাশিয়া।</p> <p style="text-align:justify">রাশিয়ার সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, ‘ট্রাম্পের জয় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে পুনর্গঠনের (রিসেট) জন্য নতুন সুযোগ উন্মুক্ত করেছে।’</p> <p style="text-align:justify">রাশিয়ার প্রভাবশালী এই রাজনীতিক আরো বলেছেন, ‘ভুল তথ্যের প্রচারণার মধ্যেই প্রেসিডেন্ট পদে জিতেছে রিপাবলিকান পার্টি। এই জয় সাধারণ আমেরিকানদের মধ্যে বাইডেন প্রশাসনের নজিরবিহীন মিথ্যা, অদক্ষতা ও বিদ্বেষের প্রতি বিরক্তিরই বহিঃপ্রকাশ।’</p> <p style="text-align:justify">২০২২ সালে ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ার সঙ্গে পশ্চিমাবিশ্বের উত্তেজনা ব্যাপক আকার ধারণ করে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বরাতে রয়টার্স বলছে, বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক স্নায়ু যুদ্ধের গভীরতম সময়ের পর এমন খারাপ আর কখনো ছিল না।</p> <p style="text-align:justify">তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে ‘রিসেট’ ধারণা এবারই প্রথম নয়। ২০০৯ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মস্কোর সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করার প্রস্তাব করেছিলেন।</p> <p style="text-align:justify">যদিও হিলারির প্রস্তাবিত ‘রিসেট’ অনুবাদ ত্রুটির কারণে রাশিয়ার কাছে ‘ওভারলোড’ হিসেবে পৌঁছেছিল। পুতিন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে সম্পর্কও তিক্ত হয়েছিল।</p>