<p>১৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বরফের অনুপস্থিতির পর জাপানের ফুজি পর্বতে তুষারপাত হয়েছে। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>প্রতিবেদন থেকে জানা যায়, জাপানের সর্বোচ্চ চূড়ায় তুষারপাত সাধারণ সময়ের চেয়ে প্রায় এক মাস পরে দেখা দিল এবার। একই সঙ্গে দেশটি অন্যতম সবচেয়ে গরম গ্রীষ্মকাল পার করল। জাপানের আবহাওয়া সংস্থার শিজুওকা শাখা বুধবার ফুজি পর্বতের তুষারাবৃত চূড়া প্রথমবারের মতো পর্যবেক্ষণ করে।</p> <p>এদিকে তুষার পড়ার খবরে স্থানীয়রা আনন্দিত হয়ে তুষারঢাকা চূড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। তুষারের ছবি ছড়িয়ে পড়ার পর এক্সে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আহা, আমি অপেক্ষায় ছিলাম!’ আরেকজন লেখেন, ‘তুষারপাত নিয়ে এই বছরের মতো আমি আগে কখনো এত উত্তেজিত হইনি।’</p> <p>ফুজির সাদা চূড়াকে ইঙ্গিত করে তৃতীয় একজন টুইটারে লিখেছেন, ‘অবশেষে...এই সাজে তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে।’</p> <p>কোফু শহরের আবহাওয়া সংস্থা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফুজি পর্বতে তুষার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে। বুধবার মেঘে চূড়ার দৃশ্যপট বাধাপ্রাপ্ত হওয়ায় তখন তা নিশ্চিত করা সম্ভব হয়নি।</p> <p>এএফপির তথ্য অনুযায়ী, এটি ২০২৩ সালের পর সবচেয়ে বিলম্বিত তুষার পর্যবেক্ষণ, সেইবার ৫ অক্টোবর প্রথম তুষার দেখা গিয়েছিল। এর আগের রেকর্ড ছিল ২৬ অক্টোবর, যা ১৯৫৫ ও ২০১৬ সালে হয়েছিল।</p> <p>ফুজি পর্বত জাপানের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। শত শত বছর ধরে শিল্পকর্মে অনুপ্রেরণা জুগিয়েছে এটি। টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফুজি পর্বতের উচ্চতা ১২ হাজার ৪৬০ ফুট। এটিতে শেষবার প্রায় ৩০০ বছর আগে অগ্ন্যুৎপাত হয়েছিল। পরিষ্কার দিনে এটি টোকিও থেকেও দৃশ্যমান।</p> <p>এদিকে জাপানে এবার জুন থেকে আগস্ট পর্যন্ত তাপমাত্রা গড়পড়তার চেয়ে ১.৭৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা জাপানের রেকর্ডকৃত সবচেয়ে গরম গ্রীষ্মগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে, অন্যটি ছিল ২০০৩ সালে। গরম আবহাওয়ার প্রভাব সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত ছিল।</p> <p>যদিও ফুজি পর্বতে দেরিতে তুষারপাতের ঘটনাটি সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করা কঠিন, তবে এটি বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করা বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।</p>