<p style="text-align:justify">আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেই মনে করে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ। ওই বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ উল্লেখ করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সব সংস্কারে প্রস্তুত সরকার, চাহিদা-পরামর্শ চাই সবার কাছে : প্রধান উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731032816-2c7b810144ecfd74ae24c4444454235d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সব সংস্কারে প্রস্তুত সরকার, চাহিদা-পরামর্শ চাই সবার কাছে : প্রধান উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/08/1444172" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ প্রসঙ্গ তুলে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে। তার জবাবে ভারত সরকারের ওই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।</p> <p style="text-align:justify">জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা এখান থেকে আগেই বলেছি যে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।’</p> <p style="text-align:justify">প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকে তিনি ওই দেশটিতেই আছেন। তবে তাঁকে কোন মর্যাদায় রাখা হয়েছে, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে এর আগেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হেমন্তের নন্দিত ফুল ছাতিম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731032563-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হেমন্তের নন্দিত ফুল ছাতিম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/11/08/1444170" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকালের ব্রিফিংয়ে চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নিয়ে প্রশ্ন ওঠে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা দেখেছি, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। তাদের সম্পদ, ব্যাবসায়িক স্থাপনা লুটপাট হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেমন থাকবে ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731032499-91293e122223f0c091e4ed4e50bfc7a2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেমন থাকবে ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/08/1444169" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রণধীর জয়সোয়াল বলেন, ভারত বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার নিন্দা এবং এ বিষয়ে সরকারের জোরালো উদ্যোগ নেওয়ার আহবান জানায়।</p>