<p>ব্রাজিলের সুপ্রিম কোর্টের বাইরে দুটি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার এই ঘটনা ঘটে। এ ঘটনার পর বিচারক ও কর্মচারীদের ভবনটি খালি করতে বলা হয়। </p> <p>আদালত এক বিবৃতিতে বলেছে, বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে দুটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আরো বলা হয়, ঘটনার পর সব বিচারপতি ও কর্মচারীরা নিরাপদে ভবন ছেড়ে বের হয়ে যান। স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা নিশ্চিত করেছে, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন, তবে তার পরিচয় জানা যায়নি।</p> <p>ব্রাজিলের ফেডারেল জেলার লেফটেন্যান্ট গভর্নর সেলিনা লিও ঝুঁকি এড়াতে আজ বৃহস্পতিবার কংগ্রেস বন্ধ রাখার সুপারিশ করেছেন। </p> <p>তিনি জানান, পুলিশের ধারণা নিহত ব্যক্তিই বিস্ফোরণটি ঘটিয়েছেন। আমরা এটিকে আত্মহত্যা হিসাবে বিবেচনা করছি। কারণ একজনই নিহত হয়েছেন, তবে তদন্তে দেখা যাবে আসলেই এমনটি হয়েছিল কিনা।</p> <p>লিও আরো বলেছেন, ‘শুধুমাত্র ফরেনসিক পরীক্ষার মাধ্যমে লাশ সনাক্ত করা সম্ভব। ঘটনার দুই ঘন্টা পরেও লাশটি সুপ্রিম কোর্টের বাইরে পড়ে ছিল।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাম্প-বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731532417-8914e917c9ab174eb4e3bc1cc4cc91d6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাম্প-বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/14/1446445" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় মিডিয়া জানিয়েছে, প্রথম এবং দ্বিতীয় বিস্ফোরণের মধ্যে ২০ সেকেন্ডের ব্যবধান ছিল। ঘটনাটি ঘটেছে ব্রাসিলিয়ার থ্রি পাওয়ার প্লাজায়, যেখানে সুপ্রিম কোর্ট, কংগ্রেস এবং প্রেসিডেন্টের প্রাসাদসহ ব্রাজিলের প্রধান সরকারি ভবনগুলো রয়েছে। মুখপাত্র হোসে ক্রিসপিনিয়ানো বলেছেন, বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রাসাদে ছিলেন না।</p> <p>পুলিশ এলাকায় সকল ধরনের প্রবেশাধিকার বন্ধ রেখেছে। ব্রাজিলের ফেডারেল পুলিশ বলেছেন, ‘ এ ঘটনার তদন্ত চলছে।’ বুধবারের এ ঘটনার আগে ব্রাজিলের কংগ্রেসের পার্কিং লটে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।</p> <p>পুলিশ জানিয়েছে, সম্ভবত কোনো গাড়িতে বিস্ফোরণটি হয়েছিল, তবে কেউ হতাহত হয়নি। লিও জানিয়েছেন, কর্তৃপক্ষ ইতিমধ্যেই শনাক্ত করেছে গাড়িটির মালিক কে। তবে দুটি ঘটনা তদন্ত করার পরেই বিস্তারিত জানানো হবে। </p> <p>সূত্র: এপি</p>