<p>গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু ত্রাণকর্মীর মৃত্যু হয়েছে। ছিটমহলে কর্মরত দাতব্য সংস্থাগুলোর মতে, গত ১০ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়। </p> <p>একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ‘এসব ত্রাণকর্মী তাদের বাড়িতে, বাস্তুচ্যুতশিবিরে এবং জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করার সময় নিহত হয়েছিলেন। অনেক ত্রাণকর্মী পরিবারের সদস্য এবং আত্মীয়দের হারিয়েছেন।’ এর মধ্যে অক্সফামের সঙ্গে কাজ করা চারজন প্রকৌশলী এবং আরো বেশ কয়েকজন কর্মীও নিহত হয়েছেন। তারা গত ১৯ অক্টোবর খান ইউনিসের পূর্বে অবস্থিত খুজাতে পানির অবকাঠামো মেরামত করতে যাওয়ার সময় নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় থাকা সত্ত্বেও স্পষ্টভাবে চিহ্নিত করে তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে বিস্ফোরণ, ১ জনের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731555459-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে বিস্ফোরণ, ১ জনের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/14/1446464" target="_blank"> </a></div> </div> <p>গত বছরের অক্টোবরে ইসরায়েল তাদের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৩০০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এটি বিশ্বে কোনো একক সংঘাতে রেকর্ড করা সর্বোচ্চ সংখ্যা। এদিকে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭১২ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।</p> <p>সূত্র : আলজাজিরা<br />  </p>