<p>হিজবুল্লাহ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সীমান্তের কাছাকাছি যুদ্ধ করার সময় তারা নিহত হন। ইসরায়েলি বাহিনী লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সেপ্টেম্বরের শেষ পর্যায়ে আক্রমণ শুরু করার পর একদিনে সবচেয়ে বেশি ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা এটি।</p> <p>নিহতদের মধ্যে একজন ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাপ্টেন পর্যায়ের কর্মকর্তা আর বাকি সবাই সার্জেন্ট অথবা ফার্স্ট সার্জেন্ট। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। নিহত সেনারা হলেন- ক্যাপ্টেন ইতাই মার্কোভিচ (২২), স্টাফ সার্জেন্ট শ্রেয়া এলবোইম (২১), স্টাফ সার্জেন্ট ডর হেন (২০), স্টাফ সার্জেন্ট নির গোফার (২০), সার্জেন্ট শালেভ ইতজাক সাগরন (২১) ও সার্জেন্ট ইয়াভ ড্যানিয়েল (১৯)। তারা সবাই গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পেরুতে বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-শি চিনপিং" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731567571-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পেরুতে বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-শি চিনপিং</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/14/1446516" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সীমান্ত এলাকায় তীব্র সংঘাতের মধ্যে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের আরো অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।</p> <p>ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান আরো সম্প্রসারিত করেছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। তবে তাদের পাল্টা জবাব দিচ্ছেন হিজবুল্লাহ যোদ্ধারাও।</p> <p>সূত্র: টাইমস অব ইসরায়েল</p>