<p>ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ ‘স্বাভাবিকের চেয়ে দ্রুত’ শেষ হবে।</p> <p>ইউক্রেনীয় সংবাদমাধ্যম সাসপিলনেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এদিন বলেন, ‘এটি নিশ্চিত, হোয়াইট হাউস পরিচালনা করতে আসা দলের নীতির কারণে যুদ্ধ দ্রুত শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি ও নিজেদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি।’</p> <p>তিনি আরো বলেন, ‘যুদ্ধ শেষ হবে, তবে সঠিক তারিখ আমরা জানি না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাম্প চাইলে ইউক্রেন শান্তি আলোচনা মেনে নেবে রাশিয়া?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731601278-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাম্প চাইলে ইউক্রেন শান্তি আলোচনা মেনে নেবে রাশিয়া?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/14/1446685" target="_blank"> </a></div> </div> <p>জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তাদের টেলিফোন কথোপকথনে তিনি একটি ‘গঠনমূলক আলোচনা’ করেছেন। তিনি বলেন, ‘আমি এমন কিছু শুনিনি যা আমাদের অবস্থানের বিরুদ্ধে যায়।’</p> <p>নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনকে দেওয়া কয়েক বিলিয়ন ডলারের সহায়তার সমালোচনা করেছেন ট্রাম্প। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই সংঘাত ‘২৪ ঘণ্টার মধ্যে’ তিনি সমাধান করবেন, যদিও তিনি কখনোই ব্যাখ্যা করেননি, কিভাবে এটি করবেন।</p> <p>শুক্রবার ফ্লোরিডার পাম বিচে তার মার-এ-লাগো রিসোর্টে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেন নিয়ে খুব কঠোর পরিশ্রম করব। এটি (যুদ্ধ) অবশ্যই থামাতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও চীনের জন্য ট্রাম্পের জয়ের অর্থ কী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730900770-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও চীনের জন্য ট্রাম্পের জয়ের অর্থ কী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/06/1443531" target="_blank"> </a></div> </div> <p>এদিকে ইউক্রেন আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের সমর্থন দুর্বল হয়ে পড়তে পারে, বিশেষ করে যখন তাদের সেনারা যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে হিমশিম খাচ্ছে। অথবা রাশিয়ার সঙ্গে ভূখণ্ড নিয়ে কোনো আপস করতে বাধ্য হতে পারে তারা।</p> <p>সূত্র : এএফপি</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপ, যুক্ত ছিলেন ইলন মাস্ক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731159202-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপ, যুক্ত ছিলেন ইলন মাস্ক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/09/1444653" target="_blank"> </a></div> </div>