<p>সিরিয়ায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ইসলামিক জিহাদের দুই শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা এই ফিলিস্তিনি সংগঠনের একটি সূত্রের বরাত দিয়ে এএফপি শনিবার এ তথ্য জানিয়েছে।</p> <p>এএফপিকে দেওয়া বিবৃতিতে সূত্রটি জানায়, ইসলামিক জিহাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দেল আজিজ মিনাওয়ি ও সংগঠনের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক প্রধান রাসমি আবু ইসা দামাস্কাসের কাছাকাছি এলাকায় হামলায় নিহত হয়েছেন। যে ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেখানে সংগঠনটির একটি অফিস রয়েছে। এতে সংগঠনের আরেক সদস্যও নিহত হয়েছেন।  </p> <p>ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত সিরিয়ায় চালানো পৃথক হামলা নিয়ে মন্তব্য করে না। তবে তারা বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করে বলেছে, হামলাটি ইসলামিক জিহাদকে লক্ষ্য করেই চালানো হয়েছিল। পরে এএফপি শনিবার যোগাযোগ করলে ইসরায়েলের সেনাবাহিনী দুই নেতার মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।</p> <p>এদিকে ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ২৩ জন নিহত হয়েছে। দামেস্কের অভিজাত মাজেহ এলাকায় চালানো এক হামলায় বেসামরিক নাগরিক, ইরান সমর্থিত যোদ্ধাসহ ১৩ জন নিহত হয়। একই সঙ্গে রাজধানীর উপকণ্ঠে আরেকটি হামলায় ১০ জন ইসলামিক জিহাদ যোদ্ধা নিহত হন। পরে শুক্রবার ইসরায়েল মাজেহ এলাকায় আবারও হামলা চালিয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।</p> <p>লেবানন সীমান্তবর্তী এলাকাসহ সিরিয়ায় ইসরায়েলি হামলা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। মূলত লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের ঘাঁটিগুলো লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। এ ছাড়া ইসলামিক জিহাদের হাতে এখনো বেশ কয়েকজন ইসরায়েলি বন্দি রয়েছে, যারা ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে চালানো হামলার সময় আটক হয়েছিল। সপ্তাহের শুরুতে সংগঠনটি ২৯ বছর বয়সী রুশ-ইসরায়েলি বন্দি সাশা ত্রুপানভের দুটি ভিডিও ক্লিপ প্রকাশ করে।  </p> <p>সূত্র : এএফপি</p>